ফাঁকা আওয়াজ এবং মিথ্যে প্রতিশ্রুতি ফল ভুগছে বিজেপি শাসিত রাজ্যেই। মধ্যপ্রদেশের রাস্তায় একের পর ধস। মোদি জানিয়েছিলেন মহাকাশে উপগ্রহগুলি (sattelites) কড়া নজর রাখছে ব্রিজ ভেঙে পড়া, রাস্তায় ধস নামার উপর। যাতে মানুষকে দুর্ঘটনার সম্মুখীন না হতে হয় এই কারণে। কিন্তু তারপরেও ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh) একের পর এক ব্রিজ ভাঙছে, ধস নামছে রাস্তায় (road collapse)। সোমবার বিকেলে মধ্যপ্রদেশের একটি রাস্তার একটি বড় অংশ ধস নেমেছে। ফলে ৩০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। যে ছবি সামনে এসেছে তা ভয়াবহ। এই ঘটনায় ফের বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

সূত্রের খবর, দুর্ঘটনার সময় কোনও যানবাহন যাতায়াত করছিল না ওই রাস্তা দিয়ে। রিটেনিং ওয়াল ভেঙে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, যা ১০ বছরেরও আগে নির্মিত সেতুর অবস্থা এবং ন্যাশনাল হাইওয়ে নির্মাণের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভোপাল (Bhopal) পূর্ব বাইপাসের বিলখিরিয়া গ্রামের কাছের রাস্তাটি মধ্যপ্রদেশ সড়ক উন্নয়ন কর্পোরেশনের (এমপিআরডিসি) আওতাধীন, যা ইন্দোর, হোশঙ্গাবাদ, জবলপুর, জয়পুর, মন্ডলা এবং সাগরের সঙ্গে গুরুত্বপূর্ণ রুটগুলিকে সংযুক্ত করে। প্রায় ১০০ মিটার রাস্তা ধসে পড়েছে, যার ফলে ৩০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।

এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশে আবারও রাস্তায় ধসের ঘটনা। বিজেপির মিথ্যে আশ্বাস সাধারণ মানুষে বহন করতে হচ্ছে। এদিকে, নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশবাসীকে আশ্বস্ত করে চলেছেন যে মহাকাশ প্রযুক্তি সক্রিয়ভাবে রাস্তাঘাট পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করছে। এই উপগ্রহগুলি কীভাবে ভেঙে পড়া সেতু, ভেঙে পড়া রাস্তা এবং নাগরিকদের মুখোমুখি হওয়া প্রকৃত বিপদগুলিকে উপেক্ষা করে তা ভাবতে বাকি রয়েছে।

আরও পড়ুন: বিদেশ মন্ত্রকের অধীনে বিশ্ববিদ্যালয়, সেখানেই গণধর্ষণের চেষ্টা ছাত্রীকে!

তথাকথিত “বিকশিত ভারত” কেবল প্রেস বিজ্ঞপ্তি এবং ছবি তোলার জন্য। বারবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেতু এবং রাস্তা ভেঙে পড়ে, তবুও অবহেলা, ফাঁকা প্রতিশ্রুতি এবং অনুপস্থিত জবাবদিহিতার চক্র অবিরামভাবে অব্যাহত।”

Yet another road collapse in ‘Double Engine’ Madhya Pradesh. Yet another reminder that citizens bear the cost of governance that exists more in rhetoric than reality.
Meanwhile, @narendramodi continues to assure the nation that space technology is actively monitoring roads and… pic.twitter.com/ICGdCqUYgp
— All India Trinamool Congress (@AITCofficial) October 14, 2025
–

–

–

–
