প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গে (North Bengal) ছুটে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নাগরাকাটা, মেটেলি, মালবাজারে ত্রাণওঅর্থ সাহায্যের পর মঙ্গলে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানা গেছে এদিন সুখিয়াপোখরিতে (Sukhiapokhri, Darjeeling) ত্রাণ বিতরণ করবেন মমতা। পাশাপাশি জনসংযোগ কর্মসূচিও রয়েছে তাঁর। ইতিমধ্যেই সচিব স্তরের কর্তা ব্যক্তিরা সেখানে পৌঁছে গেছেন বলে খবর। সড়কপথে যাবেন মমতা।

বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তরের পরিস্থিতি খতিয়ে দেখতে কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেখানে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ফের রবিবার উত্তরবঙ্গ যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমবার নাগরাকাটায় (Nagrakata) দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একটি প্রাথমিক স্কুলকে মাধ্যমিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ভুটান পাহাড়ের জলে বিপর্যস্ত নাগরাকাটার বিভিন্ন এলাকায় এখনও পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি। অনেক রাস্তাতেই যান চলাচল হচ্ছে না। সোমবার হেঁটেই পুনর্গঠনের কাজ দেখেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। নিজে হাতে তুলে দেন ত্রাণ, মৃতদের পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাসও দেন তিনি।

–

–

–

–

–

–

–

–