বিজেপির মদতে হতাশা না ছড়িয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ান: পাহাড়ের ব্যবসায়ীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আপনাদেরও দায়িত্ব আছে। বিজেপির মদতে হতাশা না ছড়িয়ে বিপর্যস্ত এলাকা মেরামতিতে এগিয়ে আসুন। মানুষকে নিজেদের থেকে সাহায্য করুন। প্রশাসন যথাসাধ্য করছে। কিন্তু বিজেপির টাকায় কুৎসা না ছড়িয়ে, উন্নয়নের কাজ করুন। বুধবার পাহাড়ের ব্যবসায়ীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য এলাকার বাসিন্দাদের হাতে ১ লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দেন বিশেষ হোমগার্ডের চাকরির নিয়োগপত্র।

এদিন প্রথমে ক্ষতিগ্রস্ত মিরিক (Mirik) পরিদর্শন সেরে সুখিয়াপোখরিতে (Sukhiapokhri) যান মুখ্যমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য দুর্গতদের ১ লক্ষ টাকা করে দেন। একই সঙ্গে স্বজনহারা পরিবারের একজন সদস্যকে বিশেষ হোমগার্ডের চাকরির নিয়োগ পত্র দেন।

এর পরেই বিজেপিকে নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপির কথায় কোনও ব্যবসায়ী কুৎসা ছড়াচ্ছেন। বিজেপির (BJP) মদতে একদিন ঘুরে ফোটোশপে ছবি করে সবাই পালিয়ে গিয়েছে- তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। সেই সব ছেড়ে ব্যবসায়ীদের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ব্যবসা করুন ভালো করে। কিন্তু ব্যবসার একটা দায়ও রয়ে যায়। মানুষকে হতাশ না করে সাহায্য করুন। দুর্গত মানুষের পাশে দাঁড়ান।

প্রবল বৃষ্টি-ধস ও ভুটানের ছাড়া জলে লক্ষ্মীপুজোর আগে লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তড়িঘড়ি ময়দানে নেমেছে রাজ্য। লক্ষ্মীপুজোর দিনই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রশাসনের চেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। তবে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত। এখনও বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছেন স্থানীয়রা। দুর্গতদের সঙ্গে দেখা করতে ফের গত রবিবার ফের উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে মিরিকে যান তিনি। দুর্গতদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। মিরিক থেকে এদিন সুখিয়াপোখরি যান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি হাতে সাহায্য তুলে দেন।

spot_img

Related articles

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ রাজ্যের 

রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শিশুদের পুষ্টি ও প্রাথমিক...

রাজ্যের আবেদনে সাড়া দিয়ে লক্ষ টাকা দান অভিষেকের, সকলকে এগিয়ে আসার আর্জি

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল গঠন করেছে রাজ্য সরকার। রাজ্য বিপর্যয় মোকাবিলা (WBSDMA) তহবিলে দানের জন্য আবেদন...

হাসপাতাল চত্বরে পুলিশ ছাড়া প্রবেশ নিষেধ: নিরাপত্তা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের

রাজ্যে নারী নিগ্রহের ঘটনা ঘটলে তা নিয়ে প্রতিটি ঘটনাতেই রাজ্য পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিয়েছে। বিচার প্রক্রিয়ায়...

ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা! আগরতলায় জরুরি অবতরণ

ফের মাঝ আকাশে বিমানে বিপত্তি। ত্রিপুরার আগরতলা (Agartala In Tripura) থেকে কলকাতাগামী (Kolkata) ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান উড়ানের...