অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ রাজ্যের 

Date:

Share post:

রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্র হিসেবে বহু বছর ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অঙ্গনওয়াড়ি প্রকল্প। এবার সেই পরিষেবাকে আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত।

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে ৫০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এই মর্মে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর থেকে রাজ্যের সব জেলা শাসকদের উদ্দেশে নির্দেশিকা পাঠানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে প্রায় ১ লক্ষ ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ সরকারি ভবনে অবস্থিত, বাকিগুলি বিভিন্ন ক্লাব বা সংগঠনের ভাড়া নেওয়া জায়গায় চলছে। প্রশাসনিক সূত্রে খবর, এখনও কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ হয়নি। সেক্ষেত্রে সংযোগের এককালীন খরচ বহন করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুরসভা বা জেলা প্রশাসন। সংযোগ সম্পূর্ণ হওয়ার পর ‘পোষণ ট্র্যাকার অ্যাপ’-এ তথ্য আপলোড করা হলে, কেন্দ্রভিত্তিক বিদ্যুৎ বিল বাবদ মাসিক ৫০০ টাকা করে প্রদান করা হবে রাজ্যের তরফে।

নবান্নের দাবি, এই পদক্ষেপের ফলে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের পুষ্টি, শিক্ষা ও সার্বিক সেবার মান আরও উন্নত হবে। প্রশাসনের মতে, নিয়মিত বিদ্যুৎ থাকলে কেন্দ্রগুলিতে রান্না, পড়াশোনা, ওজন মাপা, স্বাস্থ্য-পরীক্ষা ইত্যাদি কার্যক্রম আরও দক্ষভাবে চালানো সম্ভব হবে।

আরও পড়ুন – রাজ্যের আবেদনে সাড়া দিয়ে লক্ষ টাকা দান অভিষেকের, সকলকে এগিয়ে আসার আর্জি

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দলীয় কর্মীর হাতে প্রিয়নেতার ট্যাটু: আপ্লুত অভিষেক বাকরুদ্ধ

ট্যাটু (Tattoo)। বাংলা নাম উল্কি। দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়ায় মানুষ তার দেহে এঁকে রাখতে চায় কখনও নিজের নাম,...

টাকা তোলার অভিযোগ! বীরভূমে দুই এএসআইকে সাসপেন্ড করল পুলিশ 

বীরভূম জেলার মহম্মদবাজার থানার দুই পুলিশকর্মীকে অভিযোগে অভিযুক্ত হওয়ার পর সরাসরি সাসপেন্ড করা হয়েছে। জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি...

কালীপুজো – দীপাবলিতে দুই ঘণ্টা সবুজ আতসবাজির অনুমতি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

আসন্ন কালীপুজো ও দীপাবলিতে সবুজ আতসবাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের নির্দেশ অনুযায়ী, আগামী...

ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর 

পরিকল্পনামাফিক বহিরাগতদের দিয়ে ভবানীপুর অঞ্চলকে ভরিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে কিছু লোক বাইরে থেকে এসে জমি কিনে বাড়ি-ফ্ল্যাট...