আসন্ন কালীপুজো ও দীপাবলিতে সবুজ আতসবাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের নির্দেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর রাতে শুধুমাত্র রাত ৮টা থেকে ১০টা পর্যন্তই সবুজ আতসবাজি পোড়ানো যাবে।

পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, আদালতের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “কালীপুজো বা দীপাবলির রাতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ আতসবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে আতসবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।”

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন (PESO) বা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (NEERI) অনুমোদিত সবুজ আতসবাজিই ব্যবহার করা যাবে। অবৈধ আতসবাজির সরবরাহ রুখতে পর্ষদ ও পুলিশের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ চেকপোস্ট ও নজরদারি অভিযান শুরু হয়েছে। কল্যাণ রুদ্র বলেন, “বাজারে নিষিদ্ধ আতসবাজি যাতে না ঢোকে, তা নিশ্চিত করতে পুলিশ ও পর্ষদের কর্মীরা একযোগে কাজ করছেন।” অন্যদিকে, ‘সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি’-র চেয়ারম্যান বাবলা রায় জানান, কলকাতায় চারটি নির্দিষ্ট মেলায় প্রত্যয়িত সবুজ আতসবাজি বিক্রি হবে। তিনি বলেন, “পরিবেশবান্ধব আতসবাজির প্রচারে আমরা সবাইকে সচেতন করতে চাই, যাতে উৎসবের আনন্দ বজায় রেখেই দূষণ নিয়ন্ত্রণ করা যায়।” পরিবেশবিদদের মতে, পর্ষদের এই পদক্ষেপ দূষণ রোধে সহায়ক হবে এবং উৎসবের সময় শহরের বায়ু মান রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন – ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_
_