Wednesday, January 14, 2026

কালীপুজো – দীপাবলিতে দুই ঘণ্টা সবুজ আতসবাজির অনুমতি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

Date:

Share post:

আসন্ন কালীপুজো ও দীপাবলিতে সবুজ আতসবাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের নির্দেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর রাতে শুধুমাত্র রাত ৮টা থেকে ১০টা পর্যন্তই সবুজ আতসবাজি পোড়ানো যাবে।

পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, আদালতের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “কালীপুজো বা দীপাবলির রাতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ আতসবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে আতসবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।”

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন (PESO) বা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (NEERI) অনুমোদিত সবুজ আতসবাজিই ব্যবহার করা যাবে। অবৈধ আতসবাজির সরবরাহ রুখতে পর্ষদ ও পুলিশের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ চেকপোস্ট ও নজরদারি অভিযান শুরু হয়েছে। কল্যাণ রুদ্র বলেন, “বাজারে নিষিদ্ধ আতসবাজি যাতে না ঢোকে, তা নিশ্চিত করতে পুলিশ ও পর্ষদের কর্মীরা একযোগে কাজ করছেন।” অন্যদিকে, ‘সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি’-র চেয়ারম্যান বাবলা রায় জানান, কলকাতায় চারটি নির্দিষ্ট মেলায় প্রত্যয়িত সবুজ আতসবাজি বিক্রি হবে। তিনি বলেন, “পরিবেশবান্ধব আতসবাজির প্রচারে আমরা সবাইকে সচেতন করতে চাই, যাতে উৎসবের আনন্দ বজায় রেখেই দূষণ নিয়ন্ত্রণ করা যায়।” পরিবেশবিদদের মতে, পর্ষদের এই পদক্ষেপ দূষণ রোধে সহায়ক হবে এবং উৎসবের সময় শহরের বায়ু মান রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন – ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু...