ফের আফগানিস্থান (Afganistan) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে সামরিক উত্তেজনা! আফগানিস্থানের অভিযোগ বুধবারের পাক হামলায় প্রাণ হারিয়েছে ১২ জন সাধারণ আফগান নাগরিক, আহত হয়েছে শতাধিক। বুধবার সকালে খাইবার পখতুনখোয়া প্রদেশে পাকিস্তানি সেনা ও তালিবান বাহিনীর মধ্যে যুদ্ধ বাধে। তালিবান প্রশাসন দাবি করে, কান্দাহারের স্পিন বলডাক জেলায় প্রথম হামলা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এই হামলায় অন্তত ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১০০ জন। তারপরে আফগান সেনাও ‘পাল্টা জবাব’ দেয়। আরও পড়ুনঃ দিল্লিতে ‘সবুজ আতশবাজি’ পোড়ানোয় সবুজ সংকেত সুপ্রিম কোর্টের

আফগানিস্তানের সামরিক বাহিনী সূত্রে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, ইতিমধ্যে পাকিস্তানি সেনার থেকে স্পিন বলডাক গেট দখল করে নিয়েছে আফগান বাহিনী। ওই এলাকা বর্তমানে পুরোপুরি আফগান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হচ্ছে। তালিবানের ‘পাল্টা হামলা’য় পাক বাহিনীরও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছ বলে দাবি আফগানিস্তানের। ওরাকজাইয়ের ঘিলজো এলাকায় মাহমুদজাই পোস্টে আফগান ড্রোন হামলায় ৮-১০ জন পাক সেনার মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কিছু FC সৈন্য এখনও নিখোঁজ। অন্যদিকে ইসলামাবাদ দাবি করেছে, কোনও প্ররোচনা ছাড়াই তালিবান তাদের উপর হামলা চালিয়েছে।

–

–

–

–

–

–

–

–