ভারতীয় চন্দনকাঠের (Sandalwood) গৌরব পুনরুদ্ধারে কমিটি গঠন করেছে কেন্দ্র (Centre)। সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে। সেখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চন্দন কাঠের চাষ গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির একটি প্ল্যাটফর্ম (Platform) হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি চন্দন কাঠ ও তার বিভিন্ন উপজাত পণ্য রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। কমিটির প্রস্তাব, ভারতীয় চন্দন কাঠের অতীত গৌরব পুনরুদ্ধারের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিকে বেশ কয়েকটি পদক্ষেপ ও সংস্কার করতে হবে। 

কমিটির সুপারিশে বলা হয়েছে, কোভিডের সময় প্রধানমন্ত্রীর পূর্ববর্তী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের মেয়াদ শেষ হওয়ার কারণে চন্দনকাঠ উন্নয়ন কমিটি (Sandalwood Development Committee) তার কাজ চালিয়ে যেতে পারেনি। ২০২২ সালের মার্চ মাসে SDC পুনর্গঠিত হয়। স্যান্ডালউডের বিশেষজ্ঞরা ছাড়াও, চন্দনকাঠের সঙ্গে সম্পর্কিত ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার প্রতিনিধিরা SDC-এর সদস্য।

কমিটির কো-চেয়ারম্যান রতন পি ওয়াতাল জানান, চন্দনকাঠের মূল্যায়ন এবং ভারতে চন্দনকাঠের উন্নয়নের জন্য প্রতিবেদনে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে চন্দন কাঠ উন্নয়ন কমিটি। এই সভায়, রাজ্য সরকার, রাজ্য বন বিভাগ, চন্দন কাঠ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, প্রতিষ্ঠান, কৃষক, চন্দনকাঠ ফেডারেশন স্টেক হোল্ডারদের পরামর্শ সভায় অংশগ্রহণ এবং মতামত প্রদান করে। এছাড়াও, অস্ট্রেলিয়ায় চন্দন কাঠের বর্তমান অবস্থা সম্পর্কে মতামত জানান অস্ট্রেলিয়ার চন্দনকাঠ বিশেষজ্ঞ ডঃ অনন্ত পদ্মনাভ। 

এই বৈঠক থেকে ভারতীয় (Indian) চন্দনকাঠের মানোন্নয়ন করে হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে রিপোর্টটি কাজে লাগানোর ও SDC-এর সুপারিশগুলি বাস্তবায়নে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।

–

–

–

–

–

–


