দলীয় কর্মীর হাতে প্রিয়নেতার ট্যাটু: আপ্লুত অভিষেক বাকরুদ্ধ

Date:

Share post:

ট্যাটু (Tattoo)। বাংলা নাম উল্কি। দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়ায় মানুষ তার দেহে এঁকে রাখতে চায় কখনও নিজের নাম, কখনও প্রিয়জনের নাম, ঈশ্বরের নাম, পছন্দের মানুষের ছবি, কবিতার পংক্তি- আরও কত কিছু। পছন্দের নেতা-নেত্রীর নাম শরীরে খোদাই করার ট্র্যাডিশন দক্ষিণ ভারতে বহু প্রচলিত হলেও এরাজ্যের জলবায়ু পর্যন্ত সেটা পৌঁছতে কিছুটা সময় লাগল। তবে পিছিয়ে নেই বাংলাও। সোমবার নিজের লোকসভা এলাকার নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনী পালন করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেখানেই তাঁকে এক কর্মী দেখান নিজের হাতের ট্যাটু। তাতে স্পষ্ট জ্বলজ্বল করছে অভিষেকের মুখ। হাতটা ধরে আপ্লুত চোখে তাকিয়ে দেখছেন অভিষেক। সেই মুহূর্ত বন্দি হয়েছে ক্যামেরায়।

তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ নিজের হাতে যিনি ট্যাটু (Tattoo)করিয়েছেন তাঁর নাম প্রীতম পান্ডে। সোমবার বিজয়া সম্মিলনীতে পৌঁছে যান মেটিয়াবুরুজের বাসিন্দা বছর তিরিশের প্রীতম। সাদা শার্টের হাতা গুটিয়ে প্রিয় নেতাকে দেখান, তাঁরই মুখ ট্যাটু করিয়েছেন তিনি। আপ্লুত অভিষেক রাতেই প্রীতমের সঙ্গে সেই ছবি ‘ইনস্টাগ্রাম স্টোরি’তে ‘শেয়ার’ করে করেন। লেখেন, কিছু কিছু মুহূর্তে কর্মীদের আবেগ বাকরুদ্ধ করে দেয়।

প্রীতম জানান, তিনি যে বার প্রথম ভোটার হন, সেই ২০১৪-তে অভিষেকও প্রথমবার সংসদ হয়েছিলেন। তখন থেকেই তিনি অভিষেকের কাজ দেখছেন। তাঁর কাজ প্রীতমকে মুগ্ধ করে। “বাবা-মা দু’জনেই মারা গিয়েছেন। অভিষেকদাই আমার সব’’- স্পষ্ট জানালেন কাপড় ব্যবসায়ী প্রীতম। পাঁচ ঘণ্টা ধরে ৫০০০ টাকায় প্রিয় নেতার মুখ ট্যাটু করিয়ে এখন তাঁর একটাই শান্তি, অভিষেককে তিনি সেটা দেখাতে পেরেছেন। আর অভিষেকও নিজের সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করেছেন।

গত বছর লোকসভা ভোটের আগে হুগলিতে বাম সমাবেশে দেখা মিলেছিল বছর পঁয়তাল্লিশের সিপিএম কর্মী সুজিত বসুর। খালি গায়ে লাল ঝান্ডা নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন মঞ্চের কাছে। কারণ তাঁর বুকের বাঁদিকে সিপিএমের ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখ ট্যাটু করা ছিল। সেই ঘটনা রাতারাতি ভাইরাল হয়।

নতুন প্রজন্মের কর্মী-সমর্থকরা তরুণ নেতৃত্বকেই নিজেদের আদর্শ হিসেবে দেখছেন। অভিষেকের ক্যারিশমায় প্রীতম নিজের হাতে খোদাই করিয়েছেন তাঁর মুখ। আর লেনিন, কার্ল মার্ক্সও নয়, মীনাক্ষি ছবি বুকে আঁকিয়েছেন সুজিত।

আরও পড়ুন – ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

spot_img

Related articles

টাকা তোলার অভিযোগ! বীরভূমে দুই এএসআইকে সাসপেন্ড করল পুলিশ 

বীরভূম জেলার মহম্মদবাজার থানার দুই পুলিশকর্মীকে অভিযোগে অভিযুক্ত হওয়ার পর সরাসরি সাসপেন্ড করা হয়েছে। জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি...

কালীপুজো – দীপাবলিতে দুই ঘণ্টা সবুজ আতসবাজির অনুমতি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

আসন্ন কালীপুজো ও দীপাবলিতে সবুজ আতসবাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের নির্দেশ অনুযায়ী, আগামী...

ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর 

পরিকল্পনামাফিক বহিরাগতদের দিয়ে ভবানীপুর অঞ্চলকে ভরিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে কিছু লোক বাইরে থেকে এসে জমি কিনে বাড়ি-ফ্ল্যাট...

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ রাজ্যের 

রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শিশুদের পুষ্টি ও প্রাথমিক...