মুখ পড়ল মামলাকারীর, মমতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বাধ্য হল ‘আত্মদীপ’

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মামলা করতে গিয়ে মুখ পড়ল মামলাকারী সংস্থা। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আদালত অবমাননার মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হল তারা। মামলায় অনুমতি দেননি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। তাঁর অনুমতি ছাড়া মামলা উঠলে তা খারিজ হয়ে যেত। সেই কারণে আগেই মামলাটি প্রত্যাহার করে মামলাকারী সংস্থা।

সুপ্রিম কোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের পরে সেই বিষয়ে মন্তব্য করেন মমতা। সেই মন্তব্যে আদালত অবমাননার অভিযোগ (Contempt of Court) করে ‘আত্মদীপ’ নামের এক সংস্থা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চে গত জুলাই মাসে মামলাটি ওঠে। তখনই মামলাকারীকে ভর্ৎসনা করেছিলেন প্রধান বিচারপতি। বলেন, অন্য জায়গায় গিয়ে রাজনীতি করুন। কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল এই মামলার অনুমতি দেবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি।

সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা হলে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল এবং হাই কোর্টে মামলা হলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুমতি প্রয়োজন। এ সব ক্ষেত্রে মমতার বিরুদ্ধে মামলার অনুমতি মিলল না। অ্যাটর্নি জেনারেলের অনুমতি না মেলায় মামলা প্রত্যাহারের অনুমতি চায় সংশ্লিষ্ট সংস্থা। সেই অনুমতি দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

দীপাবলিতে বাজির নামে বিস্ফোরক! বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’-এ চোখ হারাচ্ছে শিশুরা

দীপাবলির আলো এবার অন্ধকারে ঢেকে গেল বহু পরিবারের জীবনে। বাজির নামে মধ্যপ্রদেশে রমরমিয়ে বিক্রি হচ্ছে এক বিপজ্জনক বিস্ফোরক—...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...