Tuesday, January 13, 2026

বাংলার মুখ্যমন্ত্রীর কথা মেনেই কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালুর পথে ইন্ডিগো! 

Date:

Share post:

বিমানযাত্রীদের জন্য সুখবর শোনালো ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo)। চলতি মাসেই তাদের তরফ থেকে চালু হচ্ছে কলকাতা টু লন্ডন বিমান পরিষেবা (Kolkata to London Indigo Flight)। বছরের গোড়ার দিকে বিদেশ সফরে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা থেকে লন্ডনের সরাসরি বিমান পরিষেবা চালু করার জন্য ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে কথা বলেছিলেন। এবার বছর শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কলকাতা -লন্ডন রুটে বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo Airlines)। আপাতত ভায়া মুম্বই হয়ে আগামী ২৬ অক্টোবর (রবিবার) থেকে ফ্লাইটের এই সফর শুরু হবে।

মার্চ মাসে বিদেশ সফরের বণিকসভাতেও কলকাতা- লন্ডন সরাসরি বিমান পরিষেবা (Kolkata to London direct flight) চালুর অনুরোধ করেছিলেন মমতা। ব্রিটিশ এয়ারওয়েজকে এই নিয়ে ভাবনা চিন্তা করার আর্জিও জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা থেকে লন্ডনগামী সরাসরি বিমান পরিষেবা চালু করলে যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেওয়া হবে। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। অন্যদিকে এয়ারলাইন্সের ব্যবসার পরিধিও বাড়বে বলে জানিয়েছিলেন বাংলার প্রশাসনিক প্রধান। কলকাতা থেকে সরাসরি বিমান না থাকায় অন্য রাজ্য ঘুরে লন্ডনে যেতে হয় কিংবা ফিরতি পথে দুবাই বা কাতার হয়ে আসতে হয়। এবার তাই ইন্ডিগো কর্তৃপক্ষ কলকাতা থেকে লন্ডন ও লন্ডন থেকে কলকাতার ফ্লাইট চালু করতে চলেছে। আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে নটায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (NSCBI Airport) থেকে ফ্লাইট ছাড়বে, যা লন্ডন পৌঁছবে সন্ধে সাতটা কুড়ি মিনিটে। প্রাথমিক স্তরে ভায়া মুম্বই হলেও পরবর্তীতে সরাসরি এই পরিষেবা চালুর ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।

 

spot_img

Related articles

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...

ফোর্ট উইলিয়ামে এক কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন! বিস্ফোরক অভিযোগ মমতার

"আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে (Fort William) বসে একজন কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন। বিজেপির (BJP) কাজ করছেন।"...