আইপিএল নিলামের আগে বড় চমক। কেন উইলিয়ামসনকে(Kane Williamson) স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করল লখনউ সুপার জায়ান্টস(LSG)। বৃহস্পতিবার ঘোষণা করলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

গত মরশুমে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখমউ দল। লখনউ সুপার জায়ান্টস দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বিশেষ অনুরোধেই যোগ দিয়েছেন উইলিয়ামসন, মূলত উপদেষ্টা হিসাবে লখনউ দলের সঙ্গে কাজ করবেন।

সম্প্রতি লন্ডনে কেন উইলিয়ামসনের সঙ্গে বৈঠক করেন সঞ্জীব গোয়েঙ্কা।৷ লখনউ কর্ণধারের পছন্দের তালিকায় আছেন উইলিয়ামসন। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ” কেন উইলিয়ামসনের নেতৃত্বের গুণ, শান্ত স্বভাব এবং সর্বোপরি দলের ক্রিকেটারদের অনুপ্রাণিত করার ক্ষমতা আমাকে বরাবর মুগ্ধ করেছে৷ লন্ডনে আমার সঙ্গে তাঁর বৈঠক হয়। এর পর হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে উইলিয়ামসনের সাক্ষাত হয় ৷ অধিনায়ক পন্থের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়৷”

দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন উইলিয়ামসন। এখনও আন্ত সমাজমাধ্যমে লখনউয়ের মালিক লিখেছেন, “উইলিয়ামসন সুপার জায়ান্টস পরিবারের সদস্য ছিল। ওকে নতুন ভূমিকায় স্বাগত জানাতে পেরে আমরা আপ্লুত। ওর নেতৃত্ব, কৌশল, দর্শন, ক্রিকেট নিয়ে অগাধ জ্ঞান এবং ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে পারার ক্ষমতা দলের পক্ষে অমূল্য হবে বলে আমাদের বিশ্বাস।”

আরও পড়ুন :ফেডারেশনের ব্যর্থতায় ধৈর্য্য হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা, নাম তুলে নিল রিয়াল কাশ্মীর
আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলএ দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দেবেন তিনি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গত মরশুমে এই দলের মেন্টর হিসেবে দায়িত্বে ছিলেন জাহির খান। তাঁর পরিবর্ত হিসেবেই যোগ দিলেন উইলিয়ামসন।

–

–

–

–
