Friday, December 19, 2025

ফেডারেশনের ব্যর্থতায় ধৈর্য্য হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা, নাম তুলে নিল রিয়াল কাশ্মীর

Date:

Share post:

কল্যাণ চৌবের আমলে ভারতীয় ফুটবলের সংকট অব্যাহত আইএসএল(ISL) কবে হবে তা কেউ জানে। এবার  সুপার কাপে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে একই গ্রুপে থাকা রিয়াল কাশ্মীর(Real Khasmir)নাম প্রত্যাহার করে নিল। ফলে নতুন করে গ্রুপ বিন্যাস  করতে হবে ফেডারেশনকে।

উপত্যকার দল হিসাবে ভারতীয় ফুটবল মানচিত্রে জায়গা করে নিয়েছিল রিয়াল কাশ্মীর।সূত্রের খবর,   এআইএফএফ-র খামখেয়ালিপনায় সেই রিয়াল কাশ্মীর দলটাই উঠে যাচ্ছে! ফেডারেশনের ব্যর্থতায় ভারতীয় ফুটবল নিয়ে  ধোঁয়াশা অব্যাহত। এই টালবাহানার মধ্যে আর দল চালাতে চাইছে না রিয়াল কাশ্মীর কর্তৃপক্ষ। বিগত কয়েক বছরে একের পর এক ক্লাব  দল তুলে নিয়েছে। এবার সেই তালিকায় সম্ভবত যুক্ত হতে চলেছে রিয়াল কাশ্মীরের নামও।

গত মরশুমে আই লিগে তৃতীয় হয়েছিল  রিয়াল কাশ্মীর। এর আগে একাধিক খেতাব জিতেছিল রিয়াল কাশ্মীর।  কিন্ত ফেডারেশনের খামখেলায়িপনায় সেই দলই উঠে যেতে চলেছে।

এদিকে, আইএসএল নিয়ে জটিলতা ফ্র্যাঞ্চাইজিগুলো অত্যন্ত বিরক্ত। আইএসএলের টেন্ডার নির্ধারিত ১৫ই অক্টোবরের মধ্যে ডাকেনি এআইএফএফ ।  আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বাংলার তিন প্রধান বাদে বাকি ১০ ক্লাব এবার চিঠি দিল ফেডারেশনকে। ফেডারেশনের কার্যকরী কমিটির সিনিয়র সদস্যদের আপত্তিতে এখনও আটকে রয়েছে আইএসএলের টেন্ডারের নোটিস দেওয়ার প্রক্রিয়া।

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ বর্তমানে দেশে নেই। তার অকটি অ্যাওয়ার্ড ফাংশানে অনুষ্ঠানের জন্য সৌদি আরবে রওনা হয়ে গিয়েছেন। তাঁরা ফিরবেন ২১ অক্টোবর। ফলে আইএসএলের টেন্ডার নোটিস প্রক্রিয়া আরও বিলম্বিত হবে। এর ফলে অনিশ্চয়তার মধ্যে রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন:অল্প শব্দেই অবসর জল্পনা উস্কে দিলেন কোহলি, সমস্যাকে সঙ্গী করেই অস্ট্রেলিয়ায় গিলরা

সুপ্রিম কোর্টে ফেডারেশন জানিয়েছিল ১৫ অক্টোবরের মধ্যেই আইএসএলের সব প্রক্রিয়া সমাপ্ত করে ডিসেম্বর থেকে লিগ শুরু হবে। কিন্তু কোথায় কী!

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...