বলিউড বাদশার সম্পদ ও সম্পত্তির পরিমাণ কম বেশি সকলেরই জানা। প্রায় সাড়ে চার বছরের বিরতির পর ২০২৩ সালে তাঁর সিনে কামব্যাক ভারতীয় বিনোদন জগতে (Indian Cinema Industry) ইতিহাস তৈরি করেছে। এক বছরেই কয়েক হাজার কোটি টাকা সিনেমা থেকে উপার্জন করেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। কিন্তু তারপরেও কটাক্ষ তাঁর পিছু ছাড়েনি। এবারে নেটপ্রভাবী ধ্রুব রাঠীর (Dhruv Rathee ) নিশানায় কিং খান। কোনও রকমের ভনিতা ছাড়াই একটা ভিডিও পোস্ট করে শাহরুখের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। অভিনেতাকে সোশ্যাল ইনফ্লুয়েন্সারের সরাসরি প্রশ্ন, বিশ্বের ধনী তালিকায় শীর্ষে থাকা সত্ত্বেও কেন পানমশলার বিজ্ঞাপন করতে হচ্ছে শাহরুখকে? সমাজে এর কী প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে কি সুপারস্টারের কোনও ধারণা নেই?

সিনেমা থেকে শুরু করে প্রযোজনা সংস্থা, ফ্র্যাঞ্চাইজি থেকে বিজ্ঞাপনের কাজ সব মিলিয়ে এই মুহূর্তে শাহরুখের (SRK) সম্পত্তির পরিমাণ প্রায় ১২ হাজার ৪০০ কোটি টাকা! অর্থাৎ বলিউডের ‘জওয়ান’ অভিনেতা বিলিয়নিয়ার। ধ্রুব নিজের ভিডিওতে এই প্রসঙ্গের উত্থাপন করে বলেন, এত টাকা যদি কারোর ব্যাংক অ্যাকাউন্টে থাকে তাহলে তার সুদের পরিমাণ যে কত হবে সেটা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। তাঁর কথায়, “শাহরুখ খানের কাছে আমার একটাই প্রশ্ন। এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয়? এই পরিমাণ অর্থ যদি যথেষ্ট হয়েই থাকে, তা হলে পানমশলার বিজ্ঞাপন করার কী এমন প্রয়োজন?সত্যিই আপনার এত টাকার দরকার? নিজের মনের মধ্যে ঢুকে নিজেকেই প্রশ্ন করুন, এত ধনরাশি দিয়ে আপনি কী করবেন? আরও একটা বিষয় ভাবুন, দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা যদি এমন ক্ষতিকর জিনিসের প্রচার বন্ধ করে দেন, তা হলে সমাজের উপর কতটা ভাল প্রভাব পড়বে!” সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। কিং খান বা তাঁর টিম অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।

–

–

–

–

–

–

–

–
–


