কালীপুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি? হাওয়া অফিস (Weather Department) বলছে বৃহস্পতি- শুক্রবার দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন হলেও, শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে বৃষ্টির (Rain in weekend) আশঙ্কা অন্তত ৬ জেলায়। উত্তরে আজ পরিষ্কার আকাশ, কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে খুশি পর্যটকরা। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

মৌসম ভবন মনে করছে, আগামী ২৪ ঘণ্টায় দেশ থেকে চলতি মরশুমের মতো পাকাপাকিভাবে বিদায় নেবে বর্ষা। ইতিমধ্যেই কলকাতা থেকে দিল্লি সর্বত্রই হিমেল পরশ গায়ে লাগতে শুরু করেছে। ভোরের দিকে কুয়াশার দাপট বাড়ছে এ রাজ্যে। আগামী দু-তিন দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলায় আরও কম।শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। দীপাবলির আগের দিন অর্থাৎ রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি বাড়বে। তবে সোমবার থেকে ফের পরিষ্কার আকাশ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

–

–

–

–

–

–

–

–