Sunday, November 16, 2025

রাজ্য সরকারি উদ্যোগ: বাংলায় ১৫০০০ কিমি রাস্তা, বরাদ্দ ৭ হাজার কোটি টাকা

Date:

সব প্রকল্প নিয়েই বাংলাকে মোদি সরকারের (Modi Government) বঞ্চনার শিকার হতে হয়। একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, শিক্ষা-স্বাস্থ্য থেকে সড়ক- সবেতেই বাংলার বকেয়া বন্ধ। একাধিকবার বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, সেই বঞ্চনা সত্ত্বেও রাস্তার উন্নয়নে ‘পথশ্রী’ প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে সাড়ে ১৫ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য। বরাদ্দ করা হয়েছে সাত হাজার কোটি টাকা। গতবারের তুলনায় এবার বরাদ্দ দ্বিগুণ। আগামী এপ্রিলের মধ্যেই কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।

এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে দু-দফা বৈঠকও করে ফেলেছেন পঞ্চায়েত দফতরের আধিকারিকেরা। সোমবার ও মঙ্গলবার পোর্টাল সংক্রান্ত বৈঠকের পর প্রকল্প শুরু করার জন্য এখন ওয়ার্ক অর্ডারের অপেক্ষা। ডিসেম্বরের মধ্যেই ওয়াক অর্ডার হয়ে যাবে। কেন্দ্রের উদাসিনতার কারণে ২০২০ সালে ‘পথশ্রী’ (Pathashree) প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তারপর পথশ্রী ১, ২ ও ৩ প্রকল্পে রাজ্যের প্রায় ৩০ হাজার গ্রামকে সংযুক্ত করার লক্ষ্যে ৩৯,৫০০ কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা (Road) তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের অধীনে নতুন কাজ চলছে। ২০২৪ সালের নভেম্বরে ৩,৩০০ কিমি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছিল। এবার লক্ষ্য ১৫ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ।
আরও খবরসঙ্কটে ভরসা ‘দিদি’-ই, বিকল্প পেশার দাবিতে নবান্নে চিঠি রিকসা চালকদের

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ৩-এর অধীন বাংলার লক্ষ্যমাত্রা ছিল মোট ৬,২৫৫ কিমি রাস্তার। এর মধ্যে এখনও প্রায় ২,০১৯ কিমির অনুমোদনই দেয়নি কেন্দ্র। ৪,২৩৬ কিমি রাস্তার অনুমোদন দিলেন তাঁর প্রায় অর্ধেক টাকা এখনও বকেয়া। ওই ৪২৩৬ কিমি রাস্তার মোট ব্যয় বরাদ্দ ছিল ২,৫০০ হাজার কোটি টাকা। তার মধ্যে এক হাজার কোটি বকেয়া পড়ে রয়েছে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এ-প্রসঙ্গে বলেন, কেন্দ্রের বঞ্চনা উপেক্ষা করেই গ্রামোন্নয়নে লক্ষ্যমাত্রা স্থির করেছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক রাজ্যের কোষাগার থেকেই  রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...
Exit mobile version