Wednesday, December 17, 2025

হোয়াটসঅ্যাপ কলে ফাঁস DIG-এর ঘুষচক্র! সিবিআইয়ের জালে হরচরণ

Date:

Share post:

পঞ্জাব পুলিশের (Punjab Police) রোপর রেঞ্জের DIG হরচরণ সিং ভল্লরকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করলো সিবিআই(CBI)। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ৮ লাখ টাকা ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। তাঁর বাড়ি থেকে কোটি কোটি নগদ, সোনার গয়না, দামি দামি ঘড়ি কিংবা বিলাসবহুল গাড়িসহ আরও অনেক বহুমূল্য দ্রব্য পাওয়া গেছে। যার হিসাব হরচরণের বাড়ি থেকে পাওয়া এক লাল ডায়েরিতে পাওয়া গেছে। তদন্তকারীরা ওই লাল ডায়েরিকে গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছেন। শুক্রবার হরচরণকে আদালতে হাজির করানো হলে ৩১ অক্টোবর পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু তাঁর বাড়িতে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছেন গোয়েন্দারা। এখনও পর্যন্ত ডিআইজি-র বাড়ি থেকে পাঁচ কোটি নগদ উদ্ধার হয়েছে। তবে এখনও টাকা গোনার কাজ চলছে, পরিমাণ আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে সবই ঘুষের টাকা!

জানা গেছে পঞ্জাবের ফতেহগড় সাহিবের ব্যবসায়ী আকাশ বাট্টা অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিবিআই। আকাশ অভিযোগ করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তাঁকে বলা হয় বাঁচতে গেলে আট লক্ষ টাকা ঘুষের দিতে হবে। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই।

আকাশের দাবি, আট লক্ষ টাকা কির্শানু নামের এক ব্যক্তির কাছে দেওয়ার নির্দেশ ছিল। সিবিআই কর্তাদের দাবি, ঘুষের লেনদেনে হরচরণের হয়ে মধ্যস্থতা করতেন কির্শানু শারদা। সিবিআই আধিকারিকেরা টাকা দেওয়ার ‘টোপ’ দিয়ে ওই কির্শানুকে ডেকে পাঠান। তার পরেই তাঁকে হাতেনাতে গ্রেফতার করেন। তাঁর মোবাইল থেকেই হরচরণকে ফোন করা হয়। সেই হোয়াট্‌সঅ্যাপ কলই ধরিয়ে দেয় হরচরণকে। ফোনের ওপার থেকে কির্শানুকে টাকা নেওয়ার নির্দেশ দেন তিনি। আরও পড়ুন: সন্তানের সামনেই স্ত্রীকে খুন যুবকের! চাঞ্চল্য দমদমে

হোয়াট্‌সঅ্যাপ কল এবং কির্শানুর কথার সূত্র ধরে সিবিআইয়ের একটি দল মোহালিতে হরচরণের অফিসে হানা দেয়। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময় ওই লাল ডায়েরির খোঁজ পান গোয়েন্দারা। ডায়েরির তথ্য ও অন্যান্য খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।

spot_img

Related articles

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...