বিহার বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (Election Commissions) বিহার,ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে। আগামী ৩০ অক্টোবর এই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সেন্ট্রাল এক্সসাইজ বিভাগ সহ অন্যান্য শুল্ক দফতর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেবেন। ভোটের সময় প্রতিবেশী রাজ্য থেকে টাকা,মদ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারে প্রবেশ করতে না পারে তা নিয়েই এই বৈঠক বলে কমিশন সূত্রে জানা গেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই চার রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করবেন।

নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোট চলাকালীন বহিরাগতদের অনুপ্রবেশ, টাকা, মদ ও আগ্নেয়াস্ত্র পাচার রুখতেই বিশেষ নজরদারি চালানো হবে। সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হবে টহলদারি, চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতা। আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ কলে ফাঁস DIG-এর ঘুষচক্র! সিবিআইয়ের জালে হরচরণ

সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সেন্ট্রাল এক্সসাইজ ডিপার্টমেন্ট এবং শুল্ক দফতরের প্রতিনিধিরা। কমিশন ইতিমধ্যেই সব রাজ্যকেই নির্দেশ দিয়েছে, ভোটের আগে আন্তঃরাজ্য সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে।

–

–

–

–

–

–

–
–