পরকীয়ার জেরে খুন প্রেমিক (Love triangle)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রটে শিবপুরের কাসুন্দিয়ার গণেশ মাজি লেনের এক বহুতল আবাসনে। ঘটনার পরেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত যুবকের নাম রবি প্রসাদ।
পুলিশ জানিয়েছে, আবাসনের এক বাসিন্দা বিকাশ চৌধুরী নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে রবি প্রসাদের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই নিয়েই দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ, প্রেমিকার স্বামী বিকাশকে মারতে দলবল নিয়ে তাঁর ফ্ল্যাটে যান রবি। তখন ছুরি দিয়ে পাল্টা হামলা চালান বিকাশ। সেখানেই লুটিয়ে পড়ে রবি। তারপর নিজের ফ্ল্যাট থেকেই পালিয়ে যায় যান বিকাশ।

ওইদিন রাতেই রক্তাক্ত ছুরিসহ বিকাশকে গ্রেফতার করে পুলিশ। এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র আছে কি না তদন্ত করছে পুলিশ। আরও পড়ুনঃ রাতের কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু, গ্রেফতার পুরুষবন্ধু

–

–

–

–

–

–

–
