মাঠের বাইরে সমস্যায় জেরবার মোহনবাগান(Mohun Bagan)। মরশুমের শুরুটা ভালো হয়নি। কিন্তু আইএফএ শিল্ড ফাইনাল জিতলেই সমর্থকদের ক্ষতে প্রলেপ পড়বে।মাঠের বাইরে চূড়ান্ত সমস্যায় মোহনবাগান। শিল্ডের প্রতিটি ম্যাচেই সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ চলছেই। ডার্বিতে সেটা মারাত্মক আকার ধারম করতে পারে। সেটা আন্দাজ করেই শুক্রবার মোহনবাগান সমর্থকদের সাথে আলোচনায় বসলেন মোহনবাগান সচিব এবং সভাপতি । শিল্ড ফাইনালে সমর্থকদের মাঠে এসে সমর্থন করার আহ্বান জানালেন কোচ মোলিনা থেকে অধিনায়ক শুভাশিস বোস।

মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ডার্বির ফল মোহনবাগানের পক্ষে যায়নি। এবার ছবিটা বদলাতে মরিয়া সবুজ-মেরুন কোচ জোসে মোলিনা। তার জন্য সমর্থকদের পাশে চাইছেন তিনি। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা বলেন, এটা ভালো নয় যে সমর্থকরা খুশি নয়। আমাদের লক্ষ্য এই ম্যাচে জয় পাওয়া। তাহলে সর্থকরা খুশি হবে। আমি গোটা বিষয়টা নিয়ে হতাশ, আমি সাজঘর নিয়ে কিছু বলব না। ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের দলকে সমর্থন করবে আমি আবেদন করব আমাদের দলের সমর্থকদী কাছে সব ভুলে গিয়ে আমদের সমর্থন করতে।।আমাদের জয়ের সাহায্য করতে।

মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসও বললেন, আমরা চাই সমর্থকরা আমাদের মাঠে সমর্থন করুন যাতে আমরা ভালো খেলতে পারি। আমাদেরর দলের সাজঘরের পরিবেশ খুব ভালো। আমাদের ফোকাস করতে হবে মাঠে যাতে একটা ট্রফি জিততে পারি। আমি একটা কথা বলতে চাই আমরা এত দিন যে ট্রফি পেয়েছি সেটা সমকর্থকদের জন্য। তারাও একজন যোদ্ধা। আমি সমর্থকদের কাছে অনুরোধ করব আপনারা মাঠে আসুন সপোর্ট করুন।

তবে ডার্বিতে মনবীর সিংকে পাওয়া যাবে কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। চোট সারিয়ে অনুশীলন করেছিলেন ঠিকই, তবে এখনও ম্যাচ ফিট নন। মনবীরকে পাওয়া যাবে কি না, তা জানা যাবে অনুশীলনের পর। তবে মোলিনা সেসব নিয়ে ভাবছেন না। যেমন ভাবছেন না রবসন রবিনহো বনাম মিগুয়েলের ডুয়েল নিয়েও।

মোলিনা বলেন, মনবীর শুরু থেকে ট্রেনিং করছে কিন্তু ব্যাথা অনুভব করছে।।আমি আশা করছি আগামী কালের ম্যাচে সে খেলতে পারবে।রবসন বনাম মিগুয়েল হবে না। এটা খেলা হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান।আমরা জানি তারা নিজেদের একে অপরকে জানে।

প্রথম বারের ডার্বি ভুলে এই ম্যাচে ফোকাস করতে চান মোলিনা। তাঁর কথায়, আমরা শেষ বার হেরে গেছি এবার আমরা ভালো খেলব। আমরা এখন ভালো ছন্দে আছি। প্রমান করতে চাই আমরা সেরা দল। সেটা সম্ভব আমাদের সম্ভব সমর্থকদের সমর্থন পেলে।।প্রথম ডার্বিটে আমরা ১০ দিন অনুশীলন করেছিলাম এখন আড়াই মাস অনুশীলন করেছি পার্থক্য তো হবেই। এটা আমরা কেরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ।

আরও পড়ুন:সমস্যায় থাকা মোহনবাগানকে সমীহ, দ্বিতীয় ট্রফির স্বপ্নে বিভোর ইস্টবেঙ্গল

প্রতিপক্ষ দলে যুক্ত হয়েছে জাপানি স্ট্রাইকার হিরোসি। যদিও তাঁকে খুব একটা পাত্তা দিতে চাইছেন না মোলিনা। তাঁর কথায়, হিরোসি ভালো প্লেয়ার আমরা ওকে জানি। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ নয়।

–

–
–