‘নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষে’ (NKDA)-র চেয়ারম্যান করা হল শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee)। শুক্রবার, বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি ভাবে এই খবর জানানো হয়েছে। দীপাবলির আগেই আলোকোজ্জ্বল কলকাতার প্রাক্তন মেয়রের মুখ। বিশ্ববাংলা সংবাদ-কে নিজের প্রতিক্রিয়ায় জানালেন, মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন, সেটাই সবচেয়ে বড় সম্মান। সেই মর্যাদা রাখার আপ্রাণ চেষ্টা করব।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন আপাতভাবে দীর্ঘদিন রাজনৈতিক বৃত্তের বাইরে। তবে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয়সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক ইঙ্গিত দিচ্ছিল, বড় খবর আসথে। আর সেটা এলো দীপাবলির আগেই। শোভনকে যে পদে নিযুক্ত করা হয়েছে, সেই পদে এতদিন ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

গত ২৫ সেপ্টেম্বরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে (Baisakhi Banerjee) কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে হাজির হন শোভন। প্রায় ঘণ্টা দুয়েক আলোচনা হয় অভিষেকের সঙ্গে। সেই বিষয়ে শোভন বলেন, যে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, তাতে আমি মুগ্ধ। রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কথা বলে সমৃদ্ধ হয়েছেন। দলের কাজে আগ্রহী তিনি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সময়, আচমকা পাহাড়ে গিয়ে প্রায় ২ ঘণ্টা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্তে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়। তার ৪৮ ঘণ্টার মধ্যেই এক খবর সামনে এলো।

নতুন পদ পাওয়ার খবরে আপ্লুত ও তৃণমূল সভানেত্রীর প্রতি কৃতজ্ঞ শোভন। বলেন, ”মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন, সেটাই সবচেয়ে বড় সম্মান। তাঁকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। তাঁর সেই আস্থার মর্যাদা যেন রাখতে পারি। কলকাতার প্রাক্তন মেয়রের কথায়, আমার চোখের সামনে নিউটাউন শহর গড়ে উঠেছে। আমাকে দিদি আজ এই গুরুদায়িত্ব দিয়েছেন। আমি সব রকম ভাবে এই দায়িত্ব পালন করব।”

এই দায়িত্ব কি চ্যালেঞ্জিং? NKDA-র নবনিযুক্ত চেয়ারম্যানের কথায়, অবশ্যই চ্যালেঞ্জিং। কারণ, শিশু শহরের দায়িত্ব তাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে চলাটাই চ্যালেঞ্জ। কলকাতা পুরনো শহর। সেটা কেউ চালায় না, সেটা চলে। মাঝে মাঝে হাল ধরতে হয়। আর নিউটাউন গত ৪০ বছর ধরে এটা তৈরি হচ্ছে। নিউটাউন রাজারহাট কীভাবে আরও ভাল করে গড়ে তোলা যায় আমি সেটা দেখব।

NKDA-র চেয়ারম্যান হয়ে শোভনের মনে পড়ছে কলকাতার মেয়র হওয়ার দিনগুলি। বলেন, ”মাত্র ২৫ বছর বয়সে আমাকে কাউন্সিলর পদে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি মন দিয়ে। এবারও আরও একটা বড় দায়িত্ব পেলাম। আমার সবটুকু দিয়ে দিদির আস্থার মর্যাদা রাখার চেষ্টা করব।”

–

–

–

–