Sunday, November 16, 2025

সাংসদ-আবাসনের ২০০ মিটার দূরে আগুন: দমকলের ১৪ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণ

Date:

রাজধানীতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো এর আগেই উঠেছে। ছিনতাইয়ের শিকার হয়েছেন সাংসদরা। আগুন নিয়ন্ত্রণ নিয়েও কতটা উদাসীন কেন্দ্রের প্রশাসন, তার প্রমাণ মিলল সাংসদদের (MPs) আবাসনের ২০০ মিটার দূরে আগুন লাগা ও আধঘণ্টাতেও সেখানে দমকল (fire brigade) না পৌঁছনোর ঘটনায়। যে আবাসনে আগুন লাগে সেখানেই একাধিক রাজ্য়সভার সাংসদেরও ফ্ল্যাট রয়েছে। তা সত্ত্বেও অগ্নি নির্বাপণ নিয়ে যে যথাযথ পদক্ষেপ নেওয়া ছিল না, তা স্পষ্ট এই ঘটনায়।

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের উল্টোদিকে ব্রহ্মপুত্র আবাসনে (Brahmaputra apartment) শনিবার দুপুর ১টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগে। এই আবাসনে লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajyasabha) সাংসদদের থাকার ফ্ল্যাট ২০২০ সালে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভার সাংসদের সেই ফ্ল্যাটের ২০০ মিটারের মধ্যেই আগুন লাগার ঘটনা বলে জানান তৃণমূল রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, আধঘণ্টা ধরে আগুন জ্বলার পরেও কোনও দমকল আসেনি।

আরও পড়ুন: বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ঢাকা বিমানবন্দরে, বন্ধ উড়ান পরিষেবা

শেষ পর্যন্ত দমকলের ১৪টি ইঞ্জিন (fire tender) ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, আবাসনের অগ্নি নির্বাপণ যন্ত্র (fire hydrant) কাজই করেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আবাসিকরা অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে অনেক চেষ্টা চালিয়েছিলে তাঁরা। কিন্তু সেগুলি কাজ না করায় ফ্ল্যাটগুলিতে দ্রুত আগুন ছড়ায় বলে জানান তাঁরা। সেই সঙ্গে দমকল দেরিতে আসা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন আবাসিকরা। ঘটনায় তিনজন আহত হয়, যার মধ্যে একটি নাবালকও রয়েছে। শেষ পর্যন্ত ১৪টি দমকলের গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...
Exit mobile version