সংঘর্ষ বিরতি লংঘন করে আফগানিস্তানে আচমকা বিমানহানা চালিয়েছে পাকিস্তান (Pakistan attack on Afghanistan again)। তাতে মৃত্যু ৩ ক্রিকেটার-সহ অন্তত ৮ জনের। শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালানো হয়। মৃত তিন ক্রিকেটার নাম এবং ছবি প্রকাশ করেছে বোর্ড। নিহতেরা হলেন কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। প্রতিবাদে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে নামও প্রত্যাহার আফগানিস্তানের।

পাকিস্তানের ঘৃণ্য আচরণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন রশিদ খান (Rashid Khan)। ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহারের যে সিদ্ধান্ত আফগান বোর্ড (Afghanistan Cricket Board) নিয়েছে তাকে স্বাগত জানিয়ে রশিদ লেখেন, ‘‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে তরুণ ক্রিকেটারদের, যাঁরা এক দিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এ ভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবচেয়ে আগে।’

–

–

–

–

–

–

–

–


