Sunday, November 16, 2025

অম্রুত প্রকল্পে রাজ্যজুড়ে নগরোন্নয়নের জোয়ার, নামমাত্র বরাদ্দ কেন্দ্রের 

Date:

অম্রুত প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে নতুন উদ্যমে শুরু হচ্ছে নগরোন্নয়নের একগুচ্ছ কাজ। প্রায় সাড়ে ৬০০ কোটি টাকার প্রকল্প হাতে নিতে চলেছে রাজ্য সরকার। এর মধ্যে কেন্দ্র সম্প্রতি ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে, যা শহরাঞ্চলে নাগরিক পরিষেবা উন্নয়নে বড় ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের অর্থে শহরাঞ্চলের প্রতিটি পরিবারে পরিশোধিত পানীয় জল সরবরাহের পরিধি আরও বাড়ানো হবে। পাশাপাশি নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ, রাস্তা মেরামত, ড্রেন সংস্কার ও দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। সবুজ শহর গঠনের লক্ষ্যে নতুন পার্ক নির্মাণ ও পুরনো পার্কগুলির সংস্কারের কাজও শুরু হচ্ছে।

আগামী ডিসেম্বরের মধ্যেই এই নতুন বরাদ্দের অর্থ কাজে লাগানো হবে বলে দফতরের তরফে জানানো হয়েছে। যদিও রাজ্য সরকারের দাবি, অম্রুত প্রকল্পে কেন্দ্রের অনুদান যথেষ্ট নয়। ১০ লক্ষের বেশি জনসংখ্যার পুরসভার জন্য কেন্দ্র দেয় মোট প্রকল্প ব্যয়ের মাত্র ২৫ শতাংশ, ১০ লক্ষের কম হলে ৩৩ শতাংশ, আর এক লক্ষের নীচে হলে ৫০ শতাংশ অর্থ। ফলে অধিকাংশ ব্যয় বহন করতে হয় রাজ্যকেই।

তবু, পশ্চিমবঙ্গের ধারাবাহিক উদ্যোগ ও সাফল্যের প্রশংসা করেছে কেন্দ্রও। সেই কারণেই সম্প্রতি বিশেষভাবে অতিরিক্ত ২৫০ কোটি টাকার বরাদ্দ করেছে নয়াদিল্লি। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, এই নতুন অর্থ যুক্ত হলে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকার প্রকল্প কার্যকর হবে, যা নগর পরিকাঠামোয় নতুন গতি আনবে এবং নাগরিক জীবনে আনবে আরও স্বাচ্ছন্দ্য ও উন্নতি।

আরও পড়ুন – মেলেনি দীপাবলির বোনাস, অভিনব প্রতিবাদ টোল প্লাজায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version