Saturday, November 15, 2025

শব্দদানব থাবা বসালো মধ্যরাতেও, মহানগরীর দূষণ বাড়ল ১০গুণ, গ্রেফতার ৪৫

Date:

কালীপুজোর রাতের কলকাতায় শব্দদানব থেকে দূষণের বিষ – রক্ষা করা গেল না আদালতের নির্দেশিকা। নিয়ম মেনে দীপাবলি পালন তো দূরের কথা, দীপাবলির (Diwali) রাত হয়ে দাঁড়ালো আরও একটি দূষণের (pollution) রাতে। কোথাও অসুস্থ হয়ে পড়লেন নাগরিকরা, আবার কোথাও পথকুকুরদের (street dog) মানুষের আনন্দের শাস্তি ভোগ করতে হল।

টালা থেকে টালিগঞ্জ, দীপাবলির রাতে শব্দদানবের (noise pollution) উপদ্রব ছিল প্রায় একই রকম। প্রতি বছর যেভাবে রাত বাড়লে শব্দবাজি ও বিভিন্ন বাজির দৌরাত্ম্য বাড়ে, সেভাবেই সোমবার দীপাবলীর রাতেও শহরের বিভিন্ন এলাকায় রাত দুটো-আড়াইটা পর্যন্ত তীব্র বাজির (fire cracker) শব্দ শোনা যায়। শহরের বিভিন্ন এলাকায় বায়ু দূষণের (air pollution) মাত্রা ৪০০ অতিক্রম করতেও দেখা যায়। তবে এবারের দীপাবলিতে পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ফানুসের প্রয়োগ অপেক্ষাকৃত কম দেখা যায়।

হাইকোর্টের নির্দেশ ছিল – কালী পুজোর রাতে রাত ৮টা থেকে ২০টা পর্যন্তই গোটা রাজ্যে বাজি পড়ানো যাবে। সেই বাজে হতে হবে পরিবেশবান্ধব (eco friendly)। এই নিয়ম সম্পর্কে কিছুই যে জানেন না শহরের মানুষ, তারই প্রমাণ মিলল সোমবার রাতে। ১০টাতে বাজি ফাটানো বন্ধ হওয়া তো দূরের কথা, বরঞ্চ তার তীব্রতা আরও বাড়ে। স্পষ্ট হয়ে যায় নাগরিক উদাসীনতার ছবিটা। গোটা শহরের রাস্তাঘাট প্রায় পথকুকুর শূন্য হয়ে যায়।

আরও পড়ুন: কালীপুজোতে কলকাতার রাস্তায় কড়া নিরাপত্তা! মোতায়েন ৫ হাজার পুলিশ

তবে উৎসবের রাতে উৎসবমুখর শহরকে নিরাপত্তা দিতে সজাগ অবস্থান বজায় রাখে কলকাতা পুলিশ (Kolkata Police)। একদিকে টহলদারি অন্যদিকে বিভিন্ন মাধ্যমে নজরদারিতে দীপাবলির রাতে শহরে কোনওরকম অপ্রীতিকর ঘটনার নিদর্শন মেলেনি। কালী পুজোর রাতে বিভিন্ন এলাকায় অশালীন আচরণ করার জন্য ২৯ জনকে গ্রেফতার (arrest) করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত শব্দবাজি ব্যবহারের জন্য ১৬ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের দাবি নাগরিক সচেতনতা বাড়লে বাজির দূষণ দানবকে শহরে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version