Saturday, November 15, 2025

পুলিশ বাহিনীর শহিদ দিবস: শ্রদ্ধাজ্ঞাপন রেড রোডে

Date:

কথনও বিক্ষোভ প্রতিবাদ ঠেকাতে, কখনওবা সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে, সীমান্তে সেনাবাহিনীর মতো প্রতিটি শহর গ্রামে নাগরিক নিরাপত্তায় সর্বদা সজাগ রাজ্য পুলিশ বাহিনী (West Bengal police)। আইন শৃঙ্খলা রক্ষায় আহত বা নিহত হওয়ার ঘটনাও কম নেই। উৎসবমুখর বাঙালি যখন শান্তিতে আনন্দ উপভোগ করেন, তখন তাঁরা থাকেন অতন্দ্র প্রহরীর মতো। পুলিশ বাহিনীর শহিদ শ্রদ্ধাজ্ঞাপনের দিনে (Police Commemoration Day) রেড রোডে স্মরণ করা হল সেই শহিদ (martyr) পুলিশ কর্মীদের। উপস্থিত থাকলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP)।

পুলিশ শহিদ শ্রদ্ধাজ্ঞাপন দিনটি রেড রোডে (Red Road) অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে (Police Memorial) শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হল। কর্তব্যপালনের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিনে। পুলিশ কমিশনার মনোজ ভার্মার পাশাপাশি শীর্ষ পুলিশ আধিকারিকরা শ্রদ্ধাজ্ঞাপন করেন স্মৃতিস্তম্ভে। সেই সঙ্গে তুলে ধরা হয় শহিদ পুলিশ কর্মীদের বীরত্বের কাহিনী।

আরও পড়ুন: আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী: লড়াকু সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বাংলার পাশাপাশি দেশের সব রাজ্যের পুলিশ বাহিনীতে শহিদ পুলিশ কর্মীদের নাম উল্লেখ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো হয় প্রয়াত এনডিআরএফ (NDRF) কর্মীদের প্রতিও। কলকাতা পুলিশ কমিশনারের পাশাপাশি পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা। পরিবেশন করা হয় পুলিশ ব্যান্ডের বিশেষ বাদ্য। নীরবতা পালনের মধ্যে দিয়ে শেষ হয় শ্রদ্ধাজ্ঞাপন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version