Saturday, November 15, 2025

শিশির ভাদুড়ীর জীবনী অবলম্বনে রেশমি মিত্রের ‘বড়বাবু’ এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

Date:

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বাংলার বুকে দেশি-বিদেশি সিনে উদযাপনের সবচেয়ে বড় প্রাঙ্গণে এবার প্রদর্শিত হবে পরিচালক রেশমি মিত্রের (Reshmi Mitra) নতুন ছবি ‘বড়বাবু’ (Barobabu)। বেঙ্গলি প্যানোরোমা বিভাগের প্রতিযোগিতায় এই ছবিকে বেছে নেয়া হয়েছে। কিফের (KIFF) তরফ থেকে অফিসিয়াল মেইল পাওয়ার পর উচ্ছ্বসিত রেশমি।

ঋত্বিক ঘটক পরিচালিত ছবিতেই আসরানির প্রথম অভিনয়!

দীপাবলীর উৎসবের উজ্জ্বল আলোর মাঝেই বাংলার সিনে ব্যক্তিত্ব থেকে শুরু করে বিনোদনপ্রেমী মানুষের অপেক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অক্টোবরের শেষে জগদ্ধাত্রী পুজো দিয়ে উৎসবের উজ্জ্বল লগ্ন যখন সমাপ্তি ঘোষিত হবে, তখনই লাইট -ক্যামেরা -অ্যাকশনের দুনিয়ায় কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে শুরু হবে উন্মাদনা। ২০২৫ সালের চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৬ই নভেম্বর চলবে ১৩ তারিখ পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বেঙ্গলি প্যারাডোমা বিভাগের ছবির তালিকার দিকে দর্শকের আগ্রহ থাকে। এ বছর সেখানে দেখা যাবে সুজন নীল মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, পায়েল সরকার অভিনীত ‘বড়বাবু’কে। দানোস প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের এই ছবি মূলত নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ীর জীবনের উপর চিত্রায়িত। পরিচালক রেশমি মিত্র বিশ্ববাংলা সংবাদকে জানান, “যেভাবে গিরিশ ঘোষকে নিয়ে কাজ হয়েছে সেভাবে শিশির ভাদুড়ীকে নিয়ে থিয়েটার বা সিনেমা জগতে খুব একটা কাজ দেখা যায়নি। সেক্ষেত্রে এই ছবি প্রথম বলা যেতে পারে। ওনাকে সকলে ‘বড়বাবু’ বলতেন। থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা, তাঁকে বিদেশে নিয়ে যাওয়া থেকে শুরু করে ন্যাশনাল থিয়েটার প্রসঙ্গ সবটাই উঠে এসেছে এই ছবিতে। প্রভা দেবী এবং কঙ্কাবতী দেবীর সঙ্গে শিশির ভাদুড়ীর প্রেম-শ্রদ্ধার সম্পর্কের মধ্যে দিয়ে একদিকে যেমন নাট্যকারের ব্যক্তি জীবন পাশাপাশি তাঁর কর্মজীবনের নানা ছবিও ধরা দেবে গোটা সিনেমা জুড়ে।” যেভাবে বিভিন্ন নাট্য গবেষক থেকে শুরু করে মঞ্চের কলাকুশলীরা নানাভাবে সাহায্য করেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন পরিচালক। ইতিমধ্যেই নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভাল (New York Film Festival) সেরা ছবির পুরস্কার এবং NABC টরন্টো ফিল্ম ফেস্টে প্রশংসা পেয়েছে। ‘বড়বাবু’র সংগীত সুরারোপনে পন্ডিত বিক্রম ঘোষ।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version