Saturday, November 15, 2025

অস্কারের পাশেই ইস্টবেঙ্গল ক্লাব, বিতর্কের মধ্যেই বার্তা শীর্ষকর্তার

Date:

সুপার কাপের আগে সন্দীপ নন্দী (Sandip nandy) ইস্যুতে অবস্থান স্পষ্ট করে দিল ইস্টবেঙ্গল ক্লাব।(East Bengal) সুপার কাপের আগে কোনও বিতর্ক চাইছে না লাল হলুদ ক্লাব।

বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে করে ক্লাব কর্তারা জানিয়ে দিলেন তারা হেড কোচ অস্কারের পাশেই আছেন। ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ” যে যখন কোচ থাকে তার নেতৃত্বে টিম হয় তার নেতৃত্বে দল খেলে। এটা অতীতে হয়েছে আগামীতে হবে। এখন নেতৃত্বে একজনই । তিনি অস্কার। এখানে আর কোনও নেতৃত্ব নেই। আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি কোনো একটা ঘটনা ঘটেছে তা নিয়ে আলোচনা হচ্ছে।

সন্দীপের পাশে যে এখন ক্লাব নেই সেই কথাও কার্যত স্পষ্ট করে দিলেন ক্লাবের শীর্ষ কর্তা। তিনি বলেন, “আমরা অস্কারের পাশে আছি। আমাকে সন্দীপ ফোন করেছিল আমরা বলেছি সুপার কাপের পর বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটাই বলেছি। সন্দীপ ক্লাবকে চিঠি দিয়ে কিছু জানায়নি। আমরা প্রাক্তন ফুটবলারদের বলব তারা যেন ক্লাবকে বলে সমস্যার কথা মিডিয়াতে না বলে।”

সন্দীপের নিয়োগ ক্লাব করেছিল বলে শোনা গিয়েছিল। এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন,” আমরা আলোচনার মাধ্যমে সন্দীপকে নিয়েছিলাম কোচ ইন্টারভিউ সন্দীপকে নিয়েছিল।

এটা পেশাদার দুনিয়া, এই বিতর্ক আপনাতে সমাপ্ত হয়ে যাবে। ইনভেস্টর এখন প্রতিষ্ঠান গুলোয় চালায় তাতে কিছু সমস্যা থাকে। সেটা ধীরে ধীরে সমাপ্তি হবে। নতুন গোলকিপার কোচের কোনও নাম এখন আমাদের কাছে আসেনি।”

এদিকে সুপার কাপে মোহনবাগানকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন লাল হলুদের শীর্ষ কর্তা। দেবব্রত দাবি করেন, ”

দলের মধ্যে কোনও সমস্যা নেই।।আমাদের অনুশীল লনের মাঠ পাচ্ছি না।মোহনবাগান মেন মাঠে খেলছে। আমরা অন্য মাঠে। এটা বিমাতৃসুলভ এটা আমরা ফেডারেশনকে জানিয়েছি। ”

আপাতত সন্দীপ ইস্যু ঠান্ডা ঘরে পাঠাল লাল হলুদ। সুপার কাপ জিতলে বিষয়টি এমনি ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ফলাফল খারাপ হলে বিতর্ক আরও তীব্র হবে।

আরও পড়ুন – বুথ লেভেল অফিসারদের অনুপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের 

_

 

_

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version