Thursday, November 13, 2025

একদিনের নোটিশে দিল্লি তলব! নির্বাচন কমিশনের বৈঠকে রাজ্যের CEO-রা

Date:

বাংলায় দিল্লির নির্বাচনী আধিকারিকরা সফর শেষ করার পরই দেশজুড়ে এসআইআর চালু করার পদ্ধতি শুরু হতে পারে, এমনটা আশঙ্কা ছিল। কার্যত এবার সেই সম্ভাবনা সত্যি হতে চলেছে, যার প্রমাণ মিলল মঙ্গলবার নির্বাচন কমিশনের (Election Commission) জরুরি চিঠিতে। সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের (CEO) দুদিনের বৈঠকে ডাকা হল বুধ ও বৃহস্পতিবার। সম্ভাবনা তৈরি হল বৈঠকের পর দেশ জুড়ে এসআইআর (SIR) ঘোষণার।

দুসপ্তাহ আগেই বাংলায় এসেছিলেন উপ-নির্বাচনী আধিকারিক (Deputy Election Commissioner) জ্ঞানের ভারতী। এর পরই বাংলায় নতুন করে দুজন এসআইআর আধিকারিক নিয়োগ করা হয়। দায়িত্ব পেয়েছেন বাংলার দুই আইএএস (IAS) আধিকারিক অরুন প্রসাদ এবং হরিশংকর পানিকর। তবে অন্যান্য রাজ্যে এখনও এসআইআর নিয়ে তেমন তৎপরতা শুরু হয়নি। যদিও মাসখানেক আগেই সব রাজ্যের আধিকারিকদের নিয়ে একপ্রস্থ বৈঠক সেরেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

এবার বৈঠক ডাকা হল জরুরী ভিত্তিতে। মঙ্গলবারই সব রাজ্যের (all states) নির্বাচনী আধিকারিকদের (CEO) কাছে চিঠি পৌঁছয় বুধ ও বৃহস্পতিবারের দুদিনের বৈঠকে যোগ দেওয়ার জন্য। এই বৈঠকে থাকবেন আরও কিছু আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার নিজেই এই বৈঠক পরিচালনা করবেন। বিভিন্ন রাজ্যের ভোটার তালিকা সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট নেওয়ার পাশাপাশি দেওয়া হবে এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ।

আরও পড়ুন: ভোটার তালিকার বিশেষ সংশোধনী অভিযান ঘিরে দুই দিনের বৈঠক দিল্লিতে 

বিহার বিধানসভা নির্বাচনের পরে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলার বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে বাংলায় কমিশনের তৎপরতা বেশি থাকলেও গোটা দেশের এসআইআর নিয়েই চিন্তা ভাবনা করছেন নির্বাচন কমিশন। বাংলায় ইতিমধ্যেই ভোটার তালিকায় (voter list) বর্তমান ভোটারদের ম্যাপিং-এর (voter mapping) কাজ অনেকটা হয়ে গিয়েছে, বলে দাবি করেন বাংলার নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সে ক্ষেত্রে গোটা দেশে একসঙ্গে, না শুধু বাংলাতেই এসআইআর চালু হবে পুজোর পরে, তা স্পষ্ট হবে দুদিনের বৈঠকের পরে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version