Saturday, November 15, 2025

পাট শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে পরামর্শদাতা নিয়োগ রাজ্যের

Date:

রাজ্যের প্রাচীনতম পাট শিল্প(Jute Indrusty) কেন্দ্রগুলির অন্যতম বজবজের নিউ সেন্ট্রাল জুট মিলের পুনরুজ্জীবনের লক্ষ্যে  রাজ্য সরকার( Govt of W.B) পরামর্শদাতা নিয়োগ করছে। রাজ্যের সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তর  ইতিমধ্যেই এই পরামর্শদাতা বা  ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তি  মিল পুনরুজ্জীবনের রূপরেখা তৈরি ও বাস্তবায়নের দায়িত্বে থাকবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজর মিলটির কার্যক্রমের পূর্ণ ইতিহাস বিশ্লেষণ করবেন, পাট শিল্প ও তার সহযোগী ক্ষেত্রের বাজার অবস্থা পর্যালোচনা করবেন, ঋণদাতা ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সঙ্গে পরামর্শ করে বিস্তারিত পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরি করবেন, যা পরবর্তীতে মন্ত্রিসভা  অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে পুনরুজ্জীবন কার্যকর করতে উপযুক্ত অপারেটর বা অর্থনৈতিক অংশীদার নির্বাচন করা হবে।

কলকাতা হাই কোর্ট গত ১২ মার্চ সরকারকে ওই জুট মিল উদযাপনে আইন অনুযায়ী প্রয়োজনীয় পুনরুজ্জীবনমূলক পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেয়। সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকার ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরি করতে আগ্রহের কথা জানায়। রাজ্য সরকারের আশা, এই পরিকল্পনা সফল হলে তা পাট শিল্পের অন্যান্য বন্ধ শিল্প ইউনিট পুনর্গঠনের ক্ষেত্রেও এক আদর্শ মডেল হয়ে উঠবে।

 

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version