Friday, November 14, 2025

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-ডিজিপির ছেলের মৃত্যুতে নয়া মোড়! অবশেষে মুখ খুললেন ডিজিপি 

Date:

Share post:

পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি (Punjab police DGP) মহাম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের মৃত্যু ঘিরে পাঞ্জাবের চরম চাঞ্চল্য। ইতিমধ্যেই তদন্তে নয়া মোড় এবার মুখ খুললেন স্বয়ং মুস্তাফা নিজেই। তিনি জানিয়েছেন, “আমার ছেলে অসুস্থ ছিল। আমার নাতি নিজের চোখে দেখেছে তার মাকে নির্যাতন করা হচ্ছে।”

ঘটনার সূত্রপাত ১৬ অক্টোবর। হরিয়ানার পঞ্চকুলায় নিজের বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় আকিলকে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক ধারণা ছিল মাদকাসক্তি বা ওভারডোজের ফলেই মৃত্যু হয়েছে। কিন্তু শামসুদ্দিন চৌধুরী নামের এক প্রতিবেশী পরিবারের অন্যান্য সদস্যদের নামে পঞ্চকুলা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই ভাইরাল হয় আকিলের বেশ কয়েকটি বিতর্কিত ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা যায় ‘আমার স্ত্রীর সাথে বাবার সম্পর্ক আছে’। এরপর পঞ্জাব পুলিশ সিট গঠন করে তদন্তে নামে। ২০ শে অক্টোবর আকিলের বাবা ও মা তথা পঞ্জাবের প্রাক্তন ডিজিপি মহাম্মদ মোস্তফা ও প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানা এবং তাঁদের মেয়ে ও পুত্রবধূর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। আরো পড়ুন: প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ, ভাইফোঁটার সকালে মিলল যুবকের দেহ

বৃহস্পতিবার এই ঘটনায় মুখ খুললেন আকিলের বাবা। তিনি জানান, “অভিযোগকারী শামসুদ্দিন তাদের আত্মীয় বা প্রতিবেশী কেবি নন তাদের বাড়িতে কোনদিনই আসেনি শামসুদ্দিন। শামসুদ্দিন কোটি কোটি টাকার ব্যাংক জালিয়াতির সঙ্গে যুক্ত। আমার চাকরি থাকাকালীন সে একবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে সে। আমার ছেলে বিগত ১৮ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। আমার নাতির সামনে তার মায়ের উপর অত্যাচার করত সে।” পুত্রবধূর সঙ্গে সম্পর্কের কথা সর্বৈব মিথ্যে বলে জানান প্রাক্তন আমলা।

এই এফআইআর দায়ের আসলে কয়েকজনের ‘নোংরা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত’ বলে স্বামীর সুরে অভিযোগ তুলেছেন রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা মৃতের মা রাজিয়া সুলতানা৷ মিথ্যা অভিযোগ দায়ের করে পরিবারের এই দুর্ভাগ্যজনক ঘটনার সুযোগ নিতে চাইছে তারা৷ এসব সত্ত্বেও আইন ও বিচার ব্যবস্থায় ভরসা আছে বলে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী৷ তাঁর বিশ্বাস, সত্যি উদঘাটিত হবেই৷

 

spot_img

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...