আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে ‘তৃণমূল নেতা’র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), তা নিয়ে এবার মুখ খুললেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের নেতারা। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল মাইনোরিটি কমিটির প্রেসিডেন্ট বলেন, মাস্টার শাকিল বা তাঁর ছেলে অভিযুক্ত তাহসিনের (Tahsin Ahmed) সঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC ) বর্তমানে কোনও যোগাযোগ নেই। শাকিল আহমেদ (Shakil Ahmed)আগে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সংখ্যালঘু শাখার সহ সভাপতি থাকলেও এখন তিনি ওই পদে নেই। তাই তিনি বা তাঁর ছেলে কোথায় কী করছেন তার দায় দলের উপর বর্তায় না। পাশাপাশি জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে যাঁরা প্রতারিত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজেদের অভিযোগ জানাতে পারেন।

রাজ্যের বিরোধী দলনেতা সম্প্রতি পশ্চিমবঙ্গের আসানসোলে কয়েকশো কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শাকিল আহমেদ ও তাঁর ছেলে তাহসিনের দিকে আঙ্গুল তুলেন। অভিযুক্তের বাবাকে তৃণমূল নেতা বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এবার শুভেন্দুর মিথ্যাচার ফাঁস করে দিল ঘাসফুল শিবির। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বলেন, “অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আমাদের দলের কোনও যোগাযোগ বা সম্পর্ক নেই। আমরাও দাবি করছি এই ঘটনার যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার।”

–

–

–

–

–

–

–

–
–