Saturday, November 15, 2025

চলন্ত বাসে ভয়াবহ আগুন, রাজস্থানের ঘটনার পুনরাবৃত্তি অন্ধ্রপ্রদেশে! মৃত একাধিক

Date:

শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার (Kurnul District) চিন্নাটেকুর গ্রামের কাছে বাইকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে (bus accident in Andhra Pradesh) ভয়াবহ অগ্নিকাণ্ড। চলন্ত বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। আহত বহু। পুলিশ জানিয়েছে, মৃতদের অনেকের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে, তাঁদের চিহ্নিত করা যাচ্ছে না। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু (N. Chandrababu Naidu, Chief Minister of Andhra Pradesh) এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে ৪০ জন যাত্রী নিয়ে বেসরকারি সংস্থার মালিকানাধীন এই এসি বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। সামনে হঠাৎ বাইক এসে পড়ায় দুজনের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই বাসে আগুন লেগে যায়। যাত্রীরা অনেকেই সেই সময় ঘুমিয়েছিলেন। ফলে ঘটনার আকস্মিকতা বুঝে ওঠার আগেই অনেকের মৃত্যু হয়। কয়েকজন আগুন লেগেছে টের পেয়ে জানলা দিয়ে লাফ মেরে বেরোতে গিয়ে যথেষ্ট আহত হন। পুলিশ সূত্রে খবর, বাসে আগুন লাগার পরেই ঘটনাস্থল থেকে পালিয়েছেন চালক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই সম্প্রতি ঘটে যাওয়া রাজস্থানের বাস দুর্ঘটনার স্মৃতি মনে করেছেন। চলছে উদ্ধারকাজ। সমাজমাধ্যমে পোস্ট করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version