Saturday, November 15, 2025

সময়সীমা পার: বিজেপির সরকার বাংলাদেশ থেকে ফেরালো না বাঙালিদের, সরব তৃণমূল

Date:

আদালতের নির্দেশ উপেক্ষা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাঙালিদের ভারতে ফেরানোর ব্যবস্থা নিল না কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলা বিরোধী মানসিকতা জারি রেখে সোনালি বিবিসহ (Sunali Bibi) ছয়জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল ডবল ইঞ্জিন সরকার। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এবং তারপরে ঢাকার (Dhaka) আদালত সেই ছয়জনকে ভারতে পাঠানোর (deportation) নির্দেশ দিলেও চার সপ্তাহের মেয়াদ পেরোনোর পরেও তাদের ভারতে ফেরানোর কোনও উদ্যোগই নেওয়া হল না। বিজেপির এই মানসিকতার জবাব বাংলার মানুষ বিধানসভা নির্বাচনেই (West Bengal Assembly Election) দেবে, দাবি তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের (Samirul Islam)।

কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া হিবিস কর্পাস (Habeas Corpus) মামলায় চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে সোনালি বিবিসহ ছয়জনকে ফেরানোর নির্দেশ দিয়েছিল আদালত। তৃণমূল সাংসদ সেই নির্দেশের উল্লেখ করে জানান, ২৬ সেপ্টেম্বর মাননীয় হাই কোর্টে নির্দেশ দিয়েছিল ছয়জনকে ভুল পথে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্তঃসত্ত্বা সোনালি বিবিও ছিল। তাদের চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে, নির্দেশ দেওয়া হয়েছিল। আজ (২৪/১০/২০২৫) সেই চার সপ্তাহের মেয়াদ শেষ হচ্ছে।

এরপরই কেন্দ্রের সরকারের আচরণে হতাশা প্রকাশ করে সামিরুল (Samirul Islam) দাবি করেন, দুর্ভাগ্যজনক বিষয়টা হল – আদালতের সময়সীমার (deadline) নির্দেশ সত্ত্বেও কেন্দ্রের সরকারের প্রতিনিধিরা তাদের ফেরানোর কোনও উদ্যোগ নেয়নি। এটা কী আশ্চর্যের নয়? প্রথমে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হল এবং তাদের সেই দেশে পাঠিয়ে দেওয়া হল। কলকাতা হাই কোর্টের পাশাপাশি বাংলাদেশের আদালতও এই মানুষগুলোকে ভারতীয় বলে রায় দিয়েছে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দ্রুত তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: যোগীরাজ্যে সাংবাদিককে পিটিয়ে খুন! বিজেপি রাজ্যে কোথায় নিরাপত্তা, উঠছে প্রশ্ন 

কার্যত দুই দেশের আদালতের নির্দেশ দেওয়ার পরও যে ভারতের বাংলা বিরোধী সরকার যে কোনও পদক্ষেপই নেয়নি, তা-ই তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সম্পাদক সামিরুল ইসলাম। সেই সঙ্গে তিনি দাবি করেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূল তাঁদের ফিরিয়ে আনার লড়াই থেকে সরে আসবে না। বাংলাবিরোধী এই জমিদারদের ২০২৬ সালেই বিদায় দেবে বাংলার মানুষ।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version