Saturday, November 15, 2025

শুল্কের বিরুদ্ধে বিজ্ঞাপন! রেগে কানাডার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা বাতিল ট্রাম্পের

Date:

কোনও দেশের উপর রেগে গেলেই বাড়িয়ে দিচ্ছেন শুল্কের হার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump) কাণ্ড-কারখানা এখন হাস্যরসে পরিণত হয়েছে। কারণ ট্রাম্প কোনও দেশকে শাস্তি শুল্কের হার বাড়ানোকে সঠিক বলে মনে করছেন। দিন কয়েক আগে কানাডার অন্টারিও প্রভিন্সের সরকার মার্কিন শুল্কের বিরুদ্ধে বক্তব্য সংক্রান্ত একটি বিজ্ঞাপন করছিল। এই ইস্যুতে এবার ক্ষুব্ধ ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, কানাডার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আর কোনও আলোচনা হবে না। সবটাই বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্প্রতি কানাডার ওই বিজ্ঞাপনে শুল্কের নেতিবাচক দিক নিয়ে বলতে শোনা যাচ্ছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে। এই বিজ্ঞাপন প্রচারের জন্য ৭.৫ কোটি ডলার খরচ করেছে কানাডার ওই প্রদেশের সরকার। বিজ্ঞাপনের বিষয়বস্তু নিয়েই অসন্তুষ্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ‘কানাডার জঘন্য আচরণের জন্য সমস্ত বাণিজ্য চুক্তি ও আলোচনা বন্ধ করে দেওয়া হচ্ছে।’ যার ফলে কানাডার উপর চড়া হারে শুল্কের ধাক্কা আসছে ওয়াশিংটনের তরফে তা অনুমান করেছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই ৩৫ শতাংশ শুল্ক কানাডার উপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি বেশ কিছু বিভাগে যেমন, গাড়ির উপর ২৫ শতাংশ ও ধাতুর উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। যার ফলে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নেই। কিন্তু আর কানাডার সঙ্গে কোনও আলোচনা হবে বলেই স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প।  আরো পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেলে রহস্যমৃত্যু, বক্স খাটে মিলল যুবকের পচাগলা দেহ

১৯৮৭ সালে শুল্ক নিয়ে রেডিয়োয় বক্তব্য রেখেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। সেখান থেকে রেগানের বক্তব্য নিয়েই এই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে কানাডায়। ওই বিজ্ঞাপনে রেগানের বক্তব্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে। দ্য রোনাল্ড রেগান প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট এ নিয়ে আপত্তি জানিয়ে এবং অপব্যবহারের অভিযোগ তুলেছে। পাশাপাশি রেগানের গোটা বক্তব্য ইউটিউব থেকে শোনার জন্য আবেদন জানিয়েছে ওই ফাউন্ডেশন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version