Sunday, November 9, 2025

বাঃ মোদিজি! এই না হলে বিকশিত ভারত, প্রতারককে বাণিজ্যে অংশীদার

Date:

সত্যিই, দুর্নীতিতে মোদি সরকারের কোনও সমকক্ষ নেই। আবার তা প্রমাণ করল কেন্দ্র। কেন্দ্রের বিজেপি সরকার বাণিজ্য দোসর হিসেবে বেছে নিল আপাদমস্তক প্রতারক একজন অভিযুক্ত ব্যাঙ্ক জালিয়াত ব্যবসায়ীকে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের এই সিদ্ধান্তের পর গর্জে উঠেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে তোপ দেগেছে মোদি সরকারের বিরুদ্ধে। সেইসঙ্গে মোদিজির ‘বিকশিত’ ভারতের উজ্জ্বল তারকার কীর্তিকলাপও তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায়। লিখেছে, মোদিজির ঠিক পাশের চেয়ারটায় বেছে নেওয়া হয়েছে একজন পলাতক প্রতারককে। তবেই না প্রতিষ্ঠিত হবে সেই প্রবাদবাক্যটি— চোরে চোরে মাসতুতো ভাই!

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দায়িত্বে থাকা পীযূষ গোয়েল ‘ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স’ আয়োজনের দায়িত্ব দিয়েছেন প্রেমচাঁদ গর্গকে। এই ব্যক্তি এখন নন-বাসমতী রাইস ডেভেলপমেন্ট ফান্ড বোর্ডের তিনজন বেসরকারি বাণিজ্য প্রতিনিধির একজন। তিনি আদতে একজন পেশাদার অপরাধী, যাঁর জীবন জুড়ে রয়েছে প্রতারণা, চোরাচালান ও জালিয়াতির মামলা। সে অর্থে তিনি বিজেপির ‘নিউ ইন্ডিয়া’র একদম উপযুক্ত প্রতিনিধি। এই পরিচয় জানানোর পর তাঁর কীর্তিকলাপও ফাঁস করে দিয়েছে তৃণমূল।

১. ২০২১ সালে, সিবিআই প্রেমচাঁদ গর্গ ও তাঁর স্ত্রীকে এসবিআই-সহ পাঁচটি ব্যাঙ্কের একটি কনসোর্টিয়ামকে ৯৭৯.১৫ কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত করে।
২. কর্নাটকের একটি বিশেষ আদালত প্রেমচাঁদ গর্গকে ২,৫০০ কোটি টাকার অবৈধভাবে উত্তোলিত লোহার আকরিক রফতানির মামলায় দোষী সাব্যস্ত করে।
৩. একই খনি কেলেঙ্কারিতে এই ব্যক্তি অভিযোগ করেন, তৎকালীন সিবিআই ডিরেক্টর তাঁকে আগাম জামিন দেওয়ার বিনিময়ে ১৫ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন।
৪. ২০১৬ সালের শেষের দিকে এবং ২০১৭ সালের শুরুতে, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ও পুলিশ প্রেমচাঁদ গর্গ ও তাঁর পুত্রকে শুল্ক-মুক্ত সোনার চোরাচালান ও ১৭ কোটির বেশি শুল্ক ফাঁকির অভিযোগে গ্রেফতার করে।
৫. ২০১৫ সালে নাইজেরিয়ান কর্তৃপক্ষও প্রেমচাঁদ গর্গ ও তাঁর ছেলে দেবাশিসকে অভিযুক্ত করে ইকোব্যাঙ্ক পিএলসি-কে প্রায় ৪.২ মিলিয়ন ডলার প্রতারণা করার অভিযোগে।

এখন বাণিজ্যের প্রচারে সরকারের অংশীদার হিসেবে সেই প্রতারককেই বেছে নিয়েছে মোদি সরকার। বাঃ মোদিজি বাঃ! এই না হলে আপনার ‘বিকশিত’ ভারত তথা ‘নিউ ইন্ডিয়া’!

আরও পড়ুন- কথা রাখলেন মুখ্যমন্ত্রী! সফল ট্রায়াল রান, সোমবার খুলে যাচ্ছে দুধিয়া সেতু 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version