Tuesday, November 11, 2025

খারাপ মাঠে অনুশীলন, ডেম্পো ম্যাচের আগে চোট পেলেন বাগানের নির্ভরযোগ্য ফুটবলার

Date:

সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে জয়ের পরেই চোটের উদ্বেগ মোহনবাগান(Mohun Bagan) শিবিরে। রবিবার অনুশীলনের সময় গুরুতর চোট পেলেন দীপক টাংরি। শনিবার সুপার কাপের প্রথম ম্যাচে চেন্নাইএফসি বিরুদ্ধে শহর জয় পেয়েছে মোহনবাগান।

এবার সামনে দেখব ডেম্পো। রবিবার থেকেই ডেম্পো ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোলিনা ব্রিগেড। কিন্তু খারাপ মাঠের জন্য অনুশীলনে বড় সমস্যায় পড়লেন মোহনবাগান ফুটবলাররা। এমনিতেই গোয়াতে বেশ বৃষ্টি হচ্ছে। ফলে মাঠের অবস্থা আরও খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে অনুশীলনের মধ্যেই চোট পান দীপক।

ফিজিও সঙ্গে সঙ্গে তাঁর শ্রুশ্রূরা শুরু করেন কিন্তু যন্ত্রণায় কাতর দীপককে দ্রুত মাঠের বাইরে নিয়ে যান দলের মেডিকেল টিমের সদস্যরা। ফলে ডেম্পো ম্যাচে দীপকের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চোটের জায়গা পরীক্ষা করার পরই দীপককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

মোহনবাগান চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জয় দিয়ে সুপার কাপে  অভিযান শুরু করেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই আটকে গিয়েছে যদিও ইস্টবেঙ্গলের দিকে লক্ষ্য না রেখে আপাতত নিজেদের খেলাতেই ফোকাস করতে চাইছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু।

একইসঙ্গে ডেম্পোকে গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ মোলিনা। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর ডেম্পোর বিরুদ্ধে বিরুদ্ধে জয় পেলে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়বে মোহনবাগান শিবিরের। প্রথম দুই ম্যাচে জয় পেলে পরের রাউন্ডে ওঠার পথ অনেকটা খোলা থাকবে মোহনবাগানের সামনে।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version