Sunday, November 2, 2025

কানপুরে থেঁৎলে খুন বাংলার আদিবাসী শ্রমিককে! পুলিশি নিষ্ক্রীয়তায় প্রশ্ন তৃণমূলের

Date:

কাছেই থানা। তা সত্ত্বেও নির্মমভাবে খুন হলেন এক আদিবাসী যুবক। টের পেল না যোগী আদিত্যনাথের পুলিশ? না কি বাংলার পরিযায়ী শ্রমিক বলে তাঁর নৃশংস হত্যাতেও নাক গলালো না উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police)? তার জন্যই কী বিশেষ কোনও নির্দেশ ছিল, যোগীরাজ্যে বীরভূমের (Birbhum) পরিযায়ী শ্রমিকের (migrant labour) নৃশংস খুনের ঘটনায় এবার প্রশ্ন তুলল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur) এক বাঙালি আদিবাসী (adibasi) পরিযায়ী শ্রমিকের (migrant labour) দেহ উদ্ধার হল দিল্লি–কানপুর রেললাইনে। মাথা থেঁৎলে নির্মমভাবে খুন করা হয়েছে তাঁকে, অভিযোগ। গোবিন্দনগর থানা থেকে রেললাইনের এই অংশের দূরত্ব সামান্যই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বাংলার শাসকদল প্রশ্ন তুলেছে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন বিজেপির ভাড়াটে খুনিদের হাতে আমাদের বাংলার মানুষ নির্যাতিত হলেও তারা হস্তক্ষেপ না করে।

বিজেপির বাংলা বিরোধী নীতিতে বারবার ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে হিংসার মুখে বাংলার পরিযায়ী শ্রমিকরা। কোথাও মারধর, কোথাও খুনের মতো ঘটনা শেষ কয়েক মাসে কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমনকি বাদ যায়নি প্রতিবেশী রাজ্য ওড়িশাও। সেখানেও খুন করা হয়েছে বাংলার শ্রমিকদের, শুধুমাত্র তাঁরা বাঙালি বলে। এবার সেই হিংসায় নতুন নজির উত্তরপ্রদেশের কানপুর।

আরও পড়ুন: পুলিশ পিটিয়ে এক রাতেই জামিন! বিজেপির ত্রিপুরায় রক্ষকের নিরাপত্তায় প্রশ্ন

জানা গিয়েছে, বীরভূমের (Birbhum) কসবা থানা এলাকার বাসিন্দা গোপাল হেমব্রম ২২ অক্টোবর উত্তরপ্রদেশে কাজের জন্য যান। ২২ তারিখ থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না পরিবার। এই পরিস্থিতিতে দেহ উদ্ধার হওয়ায় কার্যত দিশাহারা পরিবার। সেই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিবারের পাশে দাঁড়ায়। পরিবারের তরফ থেকে চার সদস্যকে পাঠানো হয়েছে উত্তরপ্রদেশের কানপুরে। তবে বারবার যেভাবে বিজেপির হিংসার শিকার হচ্ছে বাংলার শ্রমিকরা, তাতে ক্ষোভ প্রকাশ শাসকদল তৃণমূলের। প্রশ্ন তোলা হয়েছে, বিজেপি এখন এমন একটা মিশনে নেমেছে, যেখানে গোটা দেশটাকেই বাঙালিদের জন্য বসবাসের অযোগ্য করে তোলা যায়। যাঁরা এই দেশের জন্য রক্ত ঝরিয়েছেন, আজ তাঁরাই বিতাড়িত হচ্ছেন, খুন হচ্ছেন। আর যদি এই ঘটনা আত্মসম্মানবোধ রয়েছে, এমন বাঙালিদের বিবেকে না নাড়া দেয়, তবে আর কী করা যাবে!

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version