Sunday, November 2, 2025

নামী আবাসনে কুকুরের উপর অত্যাচারের প্রতিবাদ করে অপমানিত দেবশ্রী

Date:

পশুপ্রেমী হিসেবে বেশ পরিচিত মুখ দেবশ্রী রায় (Debashree Roy)। পথকুকুরদের (Street dogs) জন্য তিনি লড়াই করেছেন বহুদিন। এবার দেবশ্রী রায় দক্ষিণ কলকাতার এক বহুতলে কুকুরের ওপর অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে অপমানিত হলেন। এক পোষ্য কুকুরকে ঘোরানো নিয়ে আবাসনের একাংশের আপত্তি ছিল। সেই অন্যায় থামাতে গিয়েই অভিনেত্রী শুনলেন “ইউ আর জাস্ট অ্যান অ্যাকট্রেস!”

দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল আবাসনে পোষ্যকে বাইরে হাঁটাতে নিয়ে যাওয়ায় সেখানে এক বাসিন্দা অদ্রিজা ও তাঁর স্বামীর সঙ্গে সমস্যা শুরু হয় কয়েকজন প্রতিবেশীর। অদ্রিজা দেবশ্রী রায়ের ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’-এর সক্রিয় সদস্য। রবিবার বিকেলে দেবশ্রী পৌঁছে যান সেই আবাসনে কিন্তু সমস্যা সমাধানের বদলে চরমে ওঠে বিতর্ক। দেবশ্রী অভিযোগ জানান, “আমাকে রীতিমতো আক্রমণ করা হয়। কেউ বলছে, কে আপনি, আমাদের সোসাইটিতে এসেছেন কেন! কেউ বলছে, আপনি তো অভিনেত্রী, এখানে আসার কী দরকার? আমার কোনো ইনভিটেশনের দরকার হয় না। কোথাও প্রাণীর উপর অত্যাচার হচ্ছে জানতে পারলে আমি সেখানে ছুটে যাই। এটাই আমার কাজ, আমার কর্তব্য বলেই মনে করি।” জানা গিয়েছে শান্তশিষ্ট একটি রিট্রিভার কুকুরকে নিয়ে ওই পরিবারের উপর চাপ তৈরি করা হচ্ছিল। তিনি বলেন, ”ওরা কুকুরের মল ত্যাগের পর সব ধুয়ে দেয়। তবুও ওদের হেনস্থা করা হচ্ছে, মারতে আসছে। এই অবস্থায় ওদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।” আরও পড়ুন: অভিনব আঙ্গিকে প্রয়াত অভিনেতা সতীশ শাহকে শ্রদ্ধা আমূলের

আবাসনের বাসিন্দারা জানান অদৃজা তাঁর কুকুরটিকে মন্দিরের সামনে ঘোরান যেখানে কালীপুজো করা হয়। কিন্তু দেবশ্রী রায় এতে অপরাধ খুঁজে পাচ্ছেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি মানি কুকুর মহাকালের দূত। আমাদের দেবদেবীদের সবার বাহন পশু। শিবের প্রিয় প্রাণী কুকুর। সেখানে শিবমন্দিরের সামনে কুকুর হাঁটালে পাপ হয়? ঠাকুর কি শুধু মানুষের, পশু-পাখির নয়?” এদিনের ঘটনার পর দেবশ্রী রায়ের পাশে দাঁড়িয়েছেন বহু পশুপ্রেমী। তাদের দাবি কুকুরকে ঘৃণা করা মানে মানবিকতার অসম্মান। কিছুদিন আগে দিল্লিতে এক ঘোষণাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়। তবে কুকুর নিয়ে সমস্যা আজও থেকেই গিয়েছে বেশ কিছু জায়গায়।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version