Sunday, November 2, 2025

পথকুকুর মামলায় হলফনামা জমা বাংলাসহ মাত্র তিন রাজ্যের! তোপ সুপ্রিম কোর্টের

Date:

পথকুকুর মামলায় (Street dog case) তোলপাড় হয়েছিল গোটা দেশ। তারপর দু’মাস কেটে গেলেও হলফনামা জমা দিয়েছে মাত্র তিনটি রাজ্য- পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও দিল্লি। কিন্তু বাকি রাজ্যগুলির কোনও তৎপরতা নেই দেখে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ এ নিয়ে বিরক্তি প্রকাশ করে জানিয়েছে, ‘সব রাজ্য সরকারের তরফে এখনও কোনও উত্তর এল না। আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দু’মাস হয়ে গেল। এখনও কোনও জবাব নেই…।’ বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত জানিয়েছে, ৩ নভেম্বর আদালতে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে রাজ্যেগুলির মুখ্যসচিবদের।

উল্লেখ্য এবিসি (ডগস) রুলস, ২০২৩ অনুযায়ী পথকুকুরের প্রজনন, টিকাদান ও পুনর্বাসনের মাধ্যমে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব রাজ্য ও স্থানীয় প্রশাসনের। আদালতের পর্যবেক্ষণ, এসব পদক্ষেপ কার্যকর না হলে রাস্তায় কুকুর-সংক্রান্ত দুর্ঘটনা ও রেবিসের ঝুঁকি বাড়বে যা সাধারণের স্বাস্থ্যের জন্য মারাত্মক। আরও পড়ুন: ভুয়ো সুইসাইড নোট লিখে স্ত্রীকে খুন! থানায় আত্মসমর্পণ স্বামীর

এর আগে চলতি বছরের ১১ অগস্ট দিল্লি-এনসিআর এলাকায় পথকুকুর সংক্রান্ত এক মামলায় আদালত নির্দেশ দিয়েছিল রাস্তা থেকে সব কুকরকে বাইরের শেল্টারে পাঠাতে হবে। পরে যদিও সেই নির্দেশের পরিমার্জন করে আদালত জানায়, পথকুকুরদের রেবিস ভ্যাকসিন দিয়ে পুরোনো জায়গায় ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাও যাতে কোনও বিঘ্নিত না হয়, সেই দিকেও নজর রাখতে হবে। রাজ্যগুলির কাছে জানতে চাওয়া হয়, তারা এ নিয়ে কী পদক্ষেপ করছে। তবে এখনও অধিকাংশ রাজ্য হলফনামা না দেওয়ায় বিরক্ত আদালত।

Related articles

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...
Exit mobile version