Sunday, November 2, 2025

চেন্নাইয়িনের বিরুদ্ধে মসৃণ জয়, সুপার কাপে আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

Date:

সুপার কাপে(Super Cup) টিকে রইল ইস্টবেঙ্গল(East bengal)। চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড। ডার্বির আগে বাড়তি অক্সিজেন পেল অস্কার ব্রুজোর দল।

প্রথম  ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে আটকে গিয়েছিল ইস্টবঙ্গেল। ফলে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প ছিল না  লাল হলুদের।  কঠিন ম্যাচে জ্বলে উঠল লাল হলুদ। ডু অর ডাই ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চাননি অস্কার।  হামিদ আহদাদ, মিগুয়েল ফিগুয়েরা-সহ প্রথম একাদশে চার বিদেশিকেই রেখেছিলেন। জয় গুপ্তাও ছিলেন প্রথম একাদশে। গোলরক্ষক হিসাবেও ফেরান গিলকে। শুরুতেই ইস্টবেঙ্গল দুর্গের পতন রক্ষা করেন গিল।

৩৫ মিনিটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। মহেশের ভাসানো বল থেকে প্রথম গোলটি করেন লাল-হলুদের স্প্যানিশ ডিফেন্ডার কেভিন সিবিলে। লাল-হলুদ জার্সিতে এটি তাঁর প্রথম গোল।৩৯ মিনিটে মহেশের পাস থেকে গোল করলেন বিপিন সিং। প্রথমার্ধ শেষ হওয়ার  আগে আগেই ফের একবার জ্বলে উঠল লাল হলুদ। মহেশের ঠিকানা লেখা পাস থেকে হামিদ নাগাল না পেলেও বিপিন দারুনভাবে ফিনিশ করলেন।

দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিলেন অস্কারের দল। একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল লাল হলুদ। হিরোশির শট পোস্টে লাগল। শেষ লগ্নে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোলটি করেন হিরোশি। ইস্টবেঙ্গল জিতল ৪-০ গোলে।

আরও পড়ুন:শামি ঝড়ে উড়ে গেল গুজরাট, বোলারদের দাপটে সরাসরি জয় বাংলার

দুই ম্যাচে চার পয়েন্ট লাল হলুদের। ডার্বি কিন্তু লাল হলুদের কাছে কঠিন পরীক্ষা থাকছে।

 

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version