Wednesday, December 17, 2025

চেন্নাইয়িনের বিরুদ্ধে মসৃণ জয়, সুপার কাপে আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

Date:

সুপার কাপে(Super Cup) টিকে রইল ইস্টবেঙ্গল(East bengal)। চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড। ডার্বির আগে বাড়তি অক্সিজেন পেল অস্কার ব্রুজোর দল।

প্রথম  ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে আটকে গিয়েছিল ইস্টবঙ্গেল। ফলে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প ছিল না  লাল হলুদের।  কঠিন ম্যাচে জ্বলে উঠল লাল হলুদ। ডু অর ডাই ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চাননি অস্কার।  হামিদ আহদাদ, মিগুয়েল ফিগুয়েরা-সহ প্রথম একাদশে চার বিদেশিকেই রেখেছিলেন। জয় গুপ্তাও ছিলেন প্রথম একাদশে। গোলরক্ষক হিসাবেও ফেরান গিলকে। শুরুতেই ইস্টবেঙ্গল দুর্গের পতন রক্ষা করেন গিল।

৩৫ মিনিটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। মহেশের ভাসানো বল থেকে প্রথম গোলটি করেন লাল-হলুদের স্প্যানিশ ডিফেন্ডার কেভিন সিবিলে। লাল-হলুদ জার্সিতে এটি তাঁর প্রথম গোল।৩৯ মিনিটে মহেশের পাস থেকে গোল করলেন বিপিন সিং। প্রথমার্ধ শেষ হওয়ার  আগে আগেই ফের একবার জ্বলে উঠল লাল হলুদ। মহেশের ঠিকানা লেখা পাস থেকে হামিদ নাগাল না পেলেও বিপিন দারুনভাবে ফিনিশ করলেন।

দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিলেন অস্কারের দল। একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল লাল হলুদ। হিরোশির শট পোস্টে লাগল। শেষ লগ্নে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোলটি করেন হিরোশি। ইস্টবেঙ্গল জিতল ৪-০ গোলে।

আরও পড়ুন:শামি ঝড়ে উড়ে গেল গুজরাট, বোলারদের দাপটে সরাসরি জয় বাংলার

দুই ম্যাচে চার পয়েন্ট লাল হলুদের। ডার্বি কিন্তু লাল হলুদের কাছে কঠিন পরীক্ষা থাকছে।

 

Related articles

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...
Exit mobile version