Sunday, November 2, 2025

বেলেঘাটাসহ শহরের একাধিক জায়গায় ফের ইডি তল্লাশি

Date:

পুর নিয়োগ মামলায় শহরে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার ভোর থেকে কলকাতার বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে এই কেন্দ্রীয় সংস্থাটি। ইডি সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটা, বেন্টিক স্ট্রিট, পার্ক স্ট্রিট ও প্রিন্সেপ স্ট্রিটসহ শহরের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে।
ইডি-র একটি দল সকাল সাতটা নাগাদ পৌঁছয় বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে। সেখানে লক্ষ্মীরামলায় নামের একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে দু’ভাই রণজিৎ চৌধুরী ও বিশ্বজিৎ চৌধুরীর বাড়িতে হানা দেন তাঁরা।
সূত্রের খবর, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত অন্যদিকে রণজিৎ যুক্ত রিয়েল এস্টেট ও নির্মাণ ব্যবসায়। পুর নিয়োগ মামলার তদন্তে তাদের কোম্পানির নাম উঠে এসেছে বলেই মনে করছে ইডি। তবে এই দুই ব্যবসায়ীর সঙ্গে মামলার সরাসরি যোগসূত্র এখনও স্পষ্ট হয়নি। ইডির অভিযানে ছিলেন ছয়জন আধিকারিক, যার মধ্যে একজন মহিলা অফিসারও ছিলেন। সংস্থার দাবি, তারা পুর নিয়োগ মামলার আর্থিক লেনদেনের একটি ‘নেটওয়ার্ক’ যাচাই করছেন। আরও পড়ুন: হাসিনার ফাঁসির সাজা হলে ‘ঘরে ঘরে আগুন জ্বলবে! হুমকি আওয়ামী লিগের

ইডি সূত্রে খবর, সোমবারের অভিযানে শহরের আরও কয়েকটি জায়গায়, বিশেষ করে ১০/১ প্রিন্সেপ স্ট্রিটেও তল্লাশি চালানো হয়েছে। ওই ঠিকানাটি পুর নিয়োগ মামলার সঙ্গে যুক্ত এক ব্যবসায়িক সংস্থার কার্যালয় বলে জানা গেছে। এর আগে চলতি মাসের শুরুতেই দমকল মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস ও তাঁর ছেলের রেস্তোরাঁয় হানা দিয়েছিল ইডি। দীর্ঘ সময় ধরে চলা সেই অভিযানের পর শাসকদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ইডির তৎপরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version