Thursday, November 13, 2025

ডবল ইঞ্জিন রাজ্যে লুকিয়ে আল কায়দা জঙ্গি! গ্রেফতার পুনে থেকে

Date:

ডবল ইঞ্জিন রাজ্যে নাশকতার সঙ্গে জড়িত জঙ্গিদের লুকিয়ে থাকার কাহিনী নতুন নয়। এবার ফের সেই তালিকায় মহারাষ্ট্রের (Maharashtra) পুনে। বিশ্বের অন্যতম নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে পুনে (Pune) থেকে এক তরুণকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস (Maharashtra ATS)। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আড়ালে গোপণে জঙ্গি তৈরির কারবার চালানোর অভিযোগে গ্রেফতার করা হল জুবের হঙ্গারগেকার নামের এক যুবককে। পুনে শহরের কোন্ধোয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (Unlawful Activities Prevention Act, 1967) ধারায় মামলা করা হয়েছে।

যুব সমাজকে মৌলবাদী করে তোলার কাজ চালাচ্ছিল জুবের, অভিযোগ মহারাষ্ট্র এটিএস-এর। গত মাস থেকে পুনে এটিএসের নজরদারিতে থাকা জুবের হঙ্গারগেকরকে গ্রেফতারের পরেই আদালতে হাজির করা হয়। বিশেষ ইউএপিএ (UAPA) আদালত তাকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশ আদালতকে জানিয়েছে, হঙ্গারগেকরের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার এবং মহারাষ্ট্রের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশির সময় তারা অপরাধমূলক বেশ কিছু জিনিস উদ্ধার করেছে যা যুবকদের মৌলবাদে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

এর আগে মহারাষ্ট্র এটিএস ৯ অক্টোবর রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে যুক্ত নানা নথি, ইলেক্ট্রনিক দ্রব্য উদ্ধার করা হয়। অন্যদিকে, পুনে পুলিশ ২৭ অক্টোবর পুনে রেলওয়ে স্টেশনে চেন্নাই এক্সপ্রেস থেকে চার সন্দেহভাজনকে আটক করেছিল। সোমবার পুনে এটিএস অভিযান চালিয়ে দিল্লির সাদিক নগর থেকে মোঃ আদনান খান ওরফে আবু মুহারিব (১৯) এবং ভোপাল থেকে আদনান খান ওরফে আবু মোহাম্মদ (২০) কে ইসলামিক স্টেট-সম্পর্কিত একটি মামলায় গ্রেফতার করেছে। এই দুটি গ্রেফতার সাফ বুঝিয়ে দিচ্ছে যে আইএসের অনলাইন মৌলবাদ শাখা অত্যন্ত সক্রিয়।

আরও পড়ুন: ছত্তিশগড়ে বড় সাফল্য মাও-দমনে, আত্মসমর্পণ ২১ মাওবাদীর

গ্রেফতার হওয়া হঙ্গারগেকরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সে যুক্ত, তা জানার কাজ চালাচ্ছে এটিএস (Maharashtra ATS)। নাশকতার জাল কতদূর ছড়িয়ে রয়েছে, তা নিয়েও চালানো হচ্ছে তদন্ত। তবে সাম্প্রতিক তল্লাশি ও গ্রেফতারিতে ফের একবার প্রমাণিত ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে কীভাবে জাল বিছিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version