Sunday, November 9, 2025

ব্যয় ১২০ কোটি! চন্দননগরে বিদ্যুৎ ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ, বিদায় নিল ওভারহেড তার

Date:

বিদ্যুৎ সরবরাহে এল এক নতুন দিগন্ত। চন্দননগরের আকাশ থেকে বিদায় নিল ওভারহেড তার, এবার মাটির নীচ দিয়েই চলবে গোটা শহরের বিদ্যুৎ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে ঘোষণা করলেন, চন্দননগরে এই প্রকল্প সম্পূর্ণ হয়েছে রাজ্য বিদ্যুৎ দফতরের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)-এর উদ্যোগে।

সূত্রের খবর, প্রায় ১৫০ কিলোমিটার এলাকার রাস্তায় ৪৫০ কিলোমিটার ওভারহেড তার নামানো হয়েছে এবং ৫০০-রও বেশি ইলেকট্রিক পোল সরিয়ে মাটির নিচে নতুনভাবে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১২০ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী বলেন, “চন্দননগরের বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিকীকরণের মাধ্যমে আমরা এক নতুন অধ্যায় শুরু করেছি। আগে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হত, এখন আর সেই অসুবিধা হবে না। শহরের মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পাবেন।”

বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নের পর আগামী দিনে কলকাতার মধ্যেও একই ধরনের ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি ঝড়-ঝঞ্ঝার সময় দুর্ঘটনার আশঙ্কাও অনেকটা কমে যাবে। চন্দননগরের এই প্রকল্প রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোয় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা প্রশাসনের।

আরও পড়ুন – সুপ্রিম নির্দেশে ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগে সীলমোহর রাজ্যপালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version