Wednesday, November 5, 2025

তুষারঝড়ে বিপর্যস্ত নেপাল! অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে উদ্ধার ১৬২ পর্যটক 

Date:

নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে তীব্র তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়া ১৬২ জন দেশি-বিদেশি পর্যটককে সফলভাবে উদ্ধার করল বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর ও সশস্ত্র পুলিশ বাহিনী। গত কয়েকদিন ধরে চলা এই উদ্ধার অভিযানে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হেলিকপ্টারের সাহায্যে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।

বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, কার্তিক ১১, ১২ ও ১৩ (নেপালি ক্যালেন্ডার) তারিখের সকাল পর্যন্ত ধাপে ধাপে উদ্ধার অভিযান চলেছে। প্রবল তুষারপাতের কারণে হেলিপ্যাডে বরফ জমে যাওয়ায় হেলিকপ্টার অবতরণে সমস্যা হচ্ছিল। সেই বাধা কাটাতে সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা তৎপরতার সঙ্গে বরফ পরিষ্কার করে উদ্ধারকার্য নির্বিঘ্নে সম্পন্ন করেন।

সূত্রের খবর, উদ্ধার হওয়া পর্যটকদের অধিকাংশই শারীরিকভাবে সুস্থ আছেন। তবে দীর্ঘ সময় আটকে থাকার কারণে কয়েকজন ক্লান্তি ও ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত অন্নপূর্ণা অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে, কারণ এলাকায় এখনও আবহাওয়া অনিশ্চিত এবং তুষারধসের আশঙ্কা রয়ে গেছে। প্রশাসন আরও জানিয়েছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার দল সর্বদা প্রস্তুত থাকবে এবং পরিস্থিতির উপর কঠোর নজরদারি বজায় রাখা হবে।

আরও পড়ুন – গয়েরকাটা চা-বাগানে চিতাবাঘের মৃতদেহ, চাঞ্চল্য ডুয়ার্সে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version