Saturday, November 1, 2025

অভিষেকের নির্দেশে ধর্ষণে নাম জড়ানো কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

Date:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিয়ে গোপন রেখে প্রতারণা- একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে (TMC Councilor) দল থেকে বহিষ্কার (Suspend) করল শাসকদল। অভিযোগ, রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ে বারবার ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েন এক তরুণী। বুধবার নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রিয়নাথকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। স্থানীয় তৃণমূল সূত্রে খবর, দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নির্দেশেই ওই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজ্যের ডেপুটি স্পিকার ও রামপুরহাটের (Rampurhat) বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানান, দলের কেন্দ্রীয় নেতৃত্ব ওই কাউন্সিলরকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছেন। আশিসের কথায়, দল কোনও অভিযোগকে হালকাভাবে দেখে না।

নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন, ভোটার কার্ডের কাজের সূত্রে ২০১৫ সালে প্রিয়নাথের সঙ্গে পরিচয়। তখন কাউন্সিলর বিবাহিত ও সন্তানের বাবা। কিন্তু সেই তথ্য গোপন করেই নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পরে দিন সহবাস করেন তিনি। অভিযোগ, মেয়েটির পরিবার বিয়ের কথা শুরু করলেই সত্য সামনে আসে। অভিযুক্ত নিজের বৈবাহিক পরিচয় জানিয়ে বিয়ে করতে অস্বীকার করেন। পরে যুবতীর অন্যত্র বিয়ে হলেও তাঁকে ধর্ষণ করেন প্রিয়নাথ। নির্যাতিতার দাবি, এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। ২০২০ সালে সন্তানের জন্ম হয়। এর জেরে তাঁর স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করেন। এখনও সেটির মীমাংসা হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে ওই কাউন্সিলরকে।

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version