মিনি স্কার্ট বা শর্ট প্যান্টের মতো ছোট পোশাক পরে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে (Mahakal Temple, Darjeeling) প্রবেশ করতে পারবেন না মহিলারা, কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি হতেই শুরু বিতর্ক। বাংলার ধর্মীয় স্থানে পোশাক ‘ফতোয়া’ জারি হওয়ায় কেউ অসন্তুষ্ট, কেউ কেউ আবার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

দার্জিলিংয়ের মহাকাল মন্দির পূজা কমিটির (Mahakal Temple Puja Committee) প্রকাশিত বিজ্ঞপ্তিতে পত্র লেখা রয়েছে, মিনিস্কার্টের মতো ছোট পোশাক পরে মহিলারা মন্দিরে পুজো দিতে যেতে পারবেন না। যাঁরা এসব পোশাক পরে আসবেন, তাঁদের জন্য মন্দির চত্বরে ঘাগরার ব্যবস্থা থাকবে। তা পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির কমিটির তরফে এই সংক্রান্ত পোস্টারও লাগিয়ে দেওয়া হয়েছে। এরপরই নানা মুনির নানা মত। কেউ বলছেন, ঈশ্বরের কাছে ভক্তরা আসেন মনের কথা জানাতে। সেখানে তাঁরা কী পোশাক পরে আসছেন সেটা ফ্যাক্টর হওয়ার কথাই নয়। আসল ব্যাপারটা হলো অন্তরের শ্রদ্ধা। কেউ কেউ আবার বলছেন ধর্মীয় স্থানে স্বল্প পোশাক অত্যন্ত দৃষ্টিকটু এবং অশালীন। তাই সে দিক থেকে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত সঠিক। এর আগে দেশের বিভিন্ন ধর্মীয় স্থানে পোশাক ফতোয়া জারি করার ঘটনা ঘটেছে। কিন্তু বাংলার বুকে এতদিন পর্যন্ত কোনও মন্দিরে সেভাবে পোশাক-বিধি ছিল না। নয়া নিয়ম মানতে নারাজ পর্যটকদের একটা বড় অংশ। অনেক সময় বাইরে থেকে পর্যটকরা আসেন এবং তাঁরা মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থা করা পোশাকে সাবলীল নাও হতে পারেন। এই সিদ্ধান্তের জেরে দার্জিলিংয়ের জাগ্রত মহাকাল মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা কমবে বলে আশঙ্কা করছেন অনেকে।

–

–

–

–

–

–

–
–


