Sunday, November 2, 2025

সুপার কাপে চূড়ান্ত অব্যবস্থা! ফের কল্যাণকে তোপ বাইচুংয়ের

Date:

গোয়াতে চলছে সুপার কাপ(Super Cup)। কিন্তু তাড়াহুড়ো করে আয়োজন করতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থা সুপার কাপ জুড়ে। এই ঘটনায় মুখ পুড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। সভাপতি কল্যাণ চৌবেকে(Kalyan chowbey) ফের একবার আক্রমণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া(Baichung Bhutia)।

শুক্রবার কলকাতায় একটি দাবা প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে বাইচুং বলেন, বিগত তিন বছর ধরেই ভারতীয় ফুটবলের অধঃপতন চলছে। কল্যাণ চৌবের আমলে হতাশজনক পারফরম্যান্স করছে ভারত। সেই সঙ্গে ফেডারেশনও চূড়ান্ত অব্যবস্থা। যদিও আশার আলো সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নতুন সংবিধান পাশ হয়েছে।

আইএফএ শিল্ড ফাইনালে পর ইস্টবেঙ্গলে বিতর্কের আগুন জ্বালিয়েছেন সন্দীপ নন্দীর। কিন্তু অস্কার নয় একদা সতীর্থের পাশে থাকলেন বাইচুং।  তিনি বলেন, একজন গোলরক্ষক কোচ পরামর্শ দিতেই পারেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হেড কোচ নেন। সেটা ঠিক ভুল হতে পারে কিন্তু আমার মনে হয় এটা সাজঘরের ঘরের ভেতরে ছিল অত্যন্ত পেশাদার ভাবেই।

শুক্রবার থেকে টাউন হলে শুরু হল ‘চেস ফর ইয়ুথ’। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। কলকাতার ঐতিহাসিক টাউন হলে এবার খেলতে দেখা যাবে দাবার উদীয়মান প্রতিভাদের। ধানুকা ধানসেরি দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমি এবং অলস্পোর্টসের যৌথ উদ্যোগে, প্রতিবারের মত এবারেও এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, এবং ২৫ বা প্রিমিয়ার বিভাগে প্রতিযোগীদের ভাগ চলবে প্রতিযোগিতা।

চেস ফর ইয়ুথ শুধুমাত্র একটি দাবার টুর্নামেন্ট নয়। গত ১৫ বছর ধরে এই প্রতিযোগিতার হাত ধরে তৈরি হয়েছে আগামীর প্রজন্ম। তৈরি হয়েছে তারকা দাবাড়ু। কলকাতা, জেলা থেকে যারা দূরে দূরে গিয়ে নিজেদের প্রতিভার প্রদর্শন করতে পারে না তাদের জন্য এই টুর্নামেন্ট সাফল্যের দরজা বলা যেতেই পারে। এখান থেকেই খুলে যায় আরও অ‌নেক রাস্তা।  এই টুর্নামেন্ট থেকে উঠে আসা অনেকেই আজ গ্র্যান্ডমাস্টার।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version