Saturday, November 1, 2025

এ জিনিস শুধু কলকাতাতেই সম্ভব! এবার ‘ভিজে বইয়ের বইমেলা’

Date:

Share post:

বাঙালির বইয়ের প্রতি টান যে চিরন্তন, মোবাইল-রিল আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও যে সেটা কোনওভাবেই হারিয়ে যায়নি, তা আরও একবার প্রমাণ করে দেবে কলেজস্ট্রিট (College Street) বইপাড়া। প্রকাশন সংস্থা থেকে সদ্য বেরোনো বইয়ের গন্ধ যেমন বাঙালির প্রিয়, তেমনই যে বইয়ের গুরুত্ব বুঝে ভিজে যাওয়া বইও বাঙালি কোনওভাবেই হাতছাড়া করতে চায় না, তা প্রমাণ করবে ‘ভিজে বইয়ের বইমেলা’।

২৩ সেপ্টেম্বর গোটা শহর এক ভয়াবহ বানভাসি চেহারা নিয়েছিল। মেঘ ভাঙা বৃষ্টির মত সারারাতের বৃষ্টিতে ডুবে গিয়েছিল গোটা কলকাতা। মাথায় হাত পড়েছিল কলেজ স্ট্রিটের। মুদ্রন সংস্থা (publishing house) থেকে ছোট ছোট বইয়ের স্টল (book stall), যারা প্রতিদিন হাজার হাজার মানুষের বইয়ের চাহিদা মেটান, সকলেই ক্ষতির মুখে পড়েছিলেন। এক রাতের মধ্যে আনুমানিক ১০ কোটি টাকার বইয়ের ক্ষতি হয়েছে। কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেইসব ক্ষতিগ্রস্ত বই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ প্রথম থেকেই নেওয়া হয়েছিল। ক্রাউড ফান্ডিং (crowd funding) করে আদায় হওয়া টাকা তাঁরা তুলে দেবেন ব্যবসায়ীদের হাতে, এমনটাই ছিল পরিকল্পনা।

কিন্তু ভিজে যাওয়া বইয়ের (wet book) কী হবে? এই প্রশ্নের উত্তর যেন দিয়েছিলেন বইয়ের পাঠকরাই। তাঁরাই বিভিন্ন মাধ্যমে ভেজা বই কম দামে কেনার আবেদন করতে থাকেন। কেউ কেউ অনলাইনে ছবি দেখে বই কেনার বার্তাও দেন। সেখান থেকেই ভেজা বই নিয়েও যে বইমেলার আয়োজন করা যেতে পারে, সেই ভাবনা আসে।

যেমন ভাবনা তেমন কাজ। ২৩ সেপ্টেম্বর ভিজে যাওয়া সেইসব বই (wet books) নিয়ে এবার কলেজস্ট্রিটে (College Street) বইমেলা। ৩ নভেম্বর, সোমবার কলেজ স্কোয়্যার মেন গেটের সামনে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে বসছে এই বইমেলা। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। প্রায় ২৫টি প্রকাশনা সংস্থার বই জায়গা পাবে এই মেলায়। সবই সেই রাতের ভিজে যাওয়া বই। তাই নূন্যতম ৫০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে এই সব বই। এই মেলায় আনন্দ, মিত্র ও ঘোষ থেকে ধানসিড়ি, অভিযান, কথোপকথনের মতো প্রকাশনা সংস্থাও নিজেদের ভেজা বই নিয়ে উপস্থিত থাকবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক গিল্ডে নতুন কমিটি গঠিত

ক্রিয়েটিভ পাবলিশার্সের তরফ থেকে মেলার আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন মাধ্যমে থেকে সংগৃহিত অর্থ সাহায্য তুলে দেওয়া হবে ৬৫টি প্রকাশক, পুস্তক বিক্রেতা ও মুদ্রণ সহযোগী সংস্থার হাতে। মেলার আয়োজনে সহযোগিতা করেছে স্বনির্ভর ও দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন। বইপ্রেমীদের উৎসাহেই এই বইমেলা সফল হবে, আশা আয়োজকদের।

spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...