Friday, November 21, 2025

এ জিনিস শুধু কলকাতাতেই সম্ভব! এবার ‘ভিজে বইয়ের বইমেলা’

Date:

Share post:

বাঙালির বইয়ের প্রতি টান যে চিরন্তন, মোবাইল-রিল আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও যে সেটা কোনওভাবেই হারিয়ে যায়নি, তা আরও একবার প্রমাণ করে দেবে কলেজস্ট্রিট (College Street) বইপাড়া। প্রকাশন সংস্থা থেকে সদ্য বেরোনো বইয়ের গন্ধ যেমন বাঙালির প্রিয়, তেমনই যে বইয়ের গুরুত্ব বুঝে ভিজে যাওয়া বইও বাঙালি কোনওভাবেই হাতছাড়া করতে চায় না, তা প্রমাণ করবে ‘ভিজে বইয়ের বইমেলা’।

২৩ সেপ্টেম্বর গোটা শহর এক ভয়াবহ বানভাসি চেহারা নিয়েছিল। মেঘ ভাঙা বৃষ্টির মত সারারাতের বৃষ্টিতে ডুবে গিয়েছিল গোটা কলকাতা। মাথায় হাত পড়েছিল কলেজ স্ট্রিটের। মুদ্রন সংস্থা (publishing house) থেকে ছোট ছোট বইয়ের স্টল (book stall), যারা প্রতিদিন হাজার হাজার মানুষের বইয়ের চাহিদা মেটান, সকলেই ক্ষতির মুখে পড়েছিলেন। এক রাতের মধ্যে আনুমানিক ১০ কোটি টাকার বইয়ের ক্ষতি হয়েছে। কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেইসব ক্ষতিগ্রস্ত বই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ প্রথম থেকেই নেওয়া হয়েছিল। ক্রাউড ফান্ডিং (crowd funding) করে আদায় হওয়া টাকা তাঁরা তুলে দেবেন ব্যবসায়ীদের হাতে, এমনটাই ছিল পরিকল্পনা।

কিন্তু ভিজে যাওয়া বইয়ের (wet book) কী হবে? এই প্রশ্নের উত্তর যেন দিয়েছিলেন বইয়ের পাঠকরাই। তাঁরাই বিভিন্ন মাধ্যমে ভেজা বই কম দামে কেনার আবেদন করতে থাকেন। কেউ কেউ অনলাইনে ছবি দেখে বই কেনার বার্তাও দেন। সেখান থেকেই ভেজা বই নিয়েও যে বইমেলার আয়োজন করা যেতে পারে, সেই ভাবনা আসে।

যেমন ভাবনা তেমন কাজ। ২৩ সেপ্টেম্বর ভিজে যাওয়া সেইসব বই (wet books) নিয়ে এবার কলেজস্ট্রিটে (College Street) বইমেলা। ৩ নভেম্বর, সোমবার কলেজ স্কোয়্যার মেন গেটের সামনে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে বসছে এই বইমেলা। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। প্রায় ২৫টি প্রকাশনা সংস্থার বই জায়গা পাবে এই মেলায়। সবই সেই রাতের ভিজে যাওয়া বই। তাই নূন্যতম ৫০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে এই সব বই। এই মেলায় আনন্দ, মিত্র ও ঘোষ থেকে ধানসিড়ি, অভিযান, কথোপকথনের মতো প্রকাশনা সংস্থাও নিজেদের ভেজা বই নিয়ে উপস্থিত থাকবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক গিল্ডে নতুন কমিটি গঠিত

ক্রিয়েটিভ পাবলিশার্সের তরফ থেকে মেলার আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন মাধ্যমে থেকে সংগৃহিত অর্থ সাহায্য তুলে দেওয়া হবে ৬৫টি প্রকাশক, পুস্তক বিক্রেতা ও মুদ্রণ সহযোগী সংস্থার হাতে। মেলার আয়োজনে সহযোগিতা করেছে স্বনির্ভর ও দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন। বইপ্রেমীদের উৎসাহেই এই বইমেলা সফল হবে, আশা আয়োজকদের।

spot_img

Related articles

বাইশ গজেই ভালোবাসার পূর্ণতা, বিশ্বজয়ের মাঠে স্মৃতিকে প্রেম নিবেদন পলাশের

বিশ্বকাপ জয়ের মাঠেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বাগদান সেরে...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

২১ নভেম্বর (শুক্রবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: সামান্য কমেছে সোনা-রুপোর দাম

শুক্রবার ২১ নভেম্বর, ২০২৫   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২২৫৫ ₹     ১২২৫৫০ ₹ খুচরো পাকা সোনা    ১২৩১৫...

অবশেষে প্রকাশিত হচ্ছে SSC নবম–দশম-এর নিয়োগ পরীক্ষার ফল

অবশেষে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার (Exam) ফল ঘোষণার দিনের আভাষ মিলল। শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস...