Wednesday, November 12, 2025

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

Date:

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার তালিকা। কমিশনের যে মাপকাঠিতে ভোটার তালিকায় একজন নাগরিকের নাম থাকা সম্ভব, সেই মাপকাঠি পূরণ করেছেন সোনালি। তা সত্ত্বেও বাংলাদেশে (Bangladesh) জোর করে পাঠিয়ে দেওয়া সোনালি ও তার পাঁচজন সঙ্গীকে ভারতে ফেরানোর তৎপরতা শুরু করল না কেন্দ্রের বাংলা-বিরোধী সরকার।

বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ (illegal immigrant) বলে জোর করে বাংলাদেশে পাঠিয়েছে কেন্দ্রের মোদি সরকার। অথচ সোনালির (Sunali Khatun) বাবা ও মা, ২০০২ সালের ভোটার তালিকায় (voter list) বৈধ ভারতীয় নাগরিক (Indian citizen) হিসেবে নথিভুক্ত! যা প্রমাণ করে সোনালি খাতুন ভারতেরই একজন বৈধ নাগরিক। এই ঘটনায় বিজেপিকে তোপ দাগল তৃণমূল কংগ্রেস।

সিইও ওয়েস্ট বেঙ্গল পোর্টাল থেকে পাওয়া ভোটার তালিকায় বীরভূমের মুরারাই বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে ভোদু শেখ এবং জ্যোৎস্না বিবিকে দেখানো হয়েছে। দম্পতির ভোটকেন্দ্র ছিল পাইকর প্রাথমিক বিদ্যালয়, রুম নং ৩। তালিকায় ভোদুর বাবার নাম হাতিম তাই শেখ উল্লেখ করা হয়েছে।

দিল্লি পুলিশ ২১ জুন সোনালি, তাঁর স্বামী দানিশ শেখ এবং তাদের ৮ বছর বয়সী ছেলেকে কেএন কাটজু মার্গ থেকে গ্রেফতার করে, আধার কার্ড এবং অন্যান্য নথি থাকা সত্ত্বেও তাদের অবৈধ বলে ঘোষণা করে। ২৬ বছর বয়সী সোনালিকে জন্মসূত্রে ভারতীয় হিসেবে স্বীকৃতি দিতে হলে, নাগরিকত্ব আইন অনুসারে, বাবা-মায়ের মধ্যে অন্তত একজনকে সেই সময়ে ভারতীয় নাগরিক হতে হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত ২০০২ সালের তালিকাতেই সেই নাগরিকত্ব প্রমাণিত হল সোনালি খাতুনের।

বিজেপিকে আরও একবার তোপ দেগে এ বিষয়ে তৃণমূল কংগ্রেস জানিয়েছে,”প্রমাণ স্পষ্ট, বাংলার মানুষকে অপমান করতে ও আতঙ্কে রাখতেই বিজেপির এই SIR অভিযান। অন্তঃসত্ত্বা এক নারীকে অনুপ্রবেশকারী বলে অন্য দেশে নির্বাসিত করার ঘটনা আবারও স্পষ্ট করল – বিজেপি আসলেই বাংলা-বিরোধী।”

আরও পড়ুন: বিডিও-র টেবিল চাপড়ে ‘সানি দেওল’ বিজেপি সাংসদ! হুমকি সংস্কৃতিকে কটাক্ষ তৃণমূলের

গত ২৬ সেপ্টেম্বর, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অন্তঃসত্ত্বা সোনালি খাতুন-সহ ছ-জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল বিএসএফ। এই নিয়ে মামলা হওয়ায় উচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দেয়, ওঁরা ভারতীয়। চার সপ্তাহের মধ্যে ওঁদের দেশে ফেরাতে হবে কেন্দ্রের সরকারকে। অন্যদিকে বাংলাদেশের আদালতও প্রমাণ করেছে সোনালি ও তাঁর পাঁচ সঙ্গী ভারতীয়। তাঁদের দ্রুত ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সময়সীমা ইতিমধ্যেই শেষ। তার পরেও তাঁদের ভারতে ফেরানো হয়নি। ঢাকায় ভারতীয় হাইকমিশনকে ফেরত আনার দায়িত্ব দেওয়া হলেও কেন্দ্রীয় সরকার কোনও মানবিক তৎপরতা দেখায়নি।

Related articles

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...
Exit mobile version