Sunday, November 2, 2025

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

Date:

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের অসময়ের বৃষ্টিতে নতুন করে দুর্যোগ পরিস্থিতি আলিপুরদুয়ার (Alipurduar), দার্জিলিংসহ চার জেলায়। একের পর এক নদীতে জলস্ফীতির জেরে নতুন করে অশনি সংকেত উত্তরবঙ্গে (North Bengal)।

প্রবল বৃষ্টিতে সবথেকে ক্ষতির মুখে আলিপুরদুয়ার (Alipurduar)। বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টি ও নদীর জল বেড়ে এশিয়ান হাইওয়েওতে বীরপাড়ার গেরগেন্ডা নদীর (Gergenda river) সেতুর মুখে ফের ধস (landslide) নেমেছে। যার ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগকারী এশিয়ান হাইওয়ে ও ৩১ নম্বর জাতীয় সড়কে (NH-31) যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। কয়েক মাস আগে এই সেতুর একটি পিলার বসে গিয়ে বিপত্তি শুরু হয়েছিল। এরপর সেতুর ওপর ধীর গীতিতে এক পাশ দিয়ে যান চলাচল জারি রেখেছিল প্রশাসন। কিন্তু বার বার সেতুতে ওঠার মুখে রাস্তা ধসে গিয়ে তৈরী হচ্ছে বিপত্তি। স্থানীয় ব্যাবসায়ী ও সাধারণ মানুষ দাবী করছেন, দ্রুত এই সেতুটির পূর্ণ সংস্কার শেষ করে যান চলাচল স্বাভাবিক করুক কর্তৃপক্ষ।

অন্যদিকে জেলার এক নম্বর ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া জাতীয় উদ্যান (Jaldapara National Park) সংলগ্ন সিসামারা এলাকা এক মাসের মধ্যেই ফের একবার বন্যার আশঙ্কায় প্রহর গুনছে। শুক্রবার ফের সিসামারা নদীর (Sisamara river) জলস্তর বিপজ্জনক ভাবে বেড়েছে। আগে যে জায়গায় বাঁধ ভেঙেছিল, সেখানে জরুরি মেরামতির কাজ করা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু সিসামারা নদীর ওই অংশে কিছুটা জল গ্রামে ঢুকেছে। রাতে যদি জল স্তর আরও বেড়ে যায় তবে ফের জল ঢোকার সম্ভাবনা রয়েছে গ্রামে।

আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত নেপাল! অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে উদ্ধার ১৬২ পর্যটক 

যদিও জেলা প্রশাসন বন্যা মোকাবিলায় একেবারে প্রস্তুত। বাঁধের পাশের এলাকার মানুষদের লাল্টুরাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। ওই ত্রাণ কেন্দ্রে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এই প্রসঙ্গে জেলাশাসক আর বিমলা জানান, শালকুমারের সিসামারা এলাকায় ফের একবার বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা তা মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। ত্রাণ কেন্দ্র প্রস্তুত রয়েছে। উদ্ধার কাজের প্রয়োজনে সেখানে নৌকা রাখা হয়েছে। সিভিক পুলিশসহ প্রশাসনের আধিকারিকরা ওই এলাকায় সজাগ আছেন।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version